নিজস্ব প্রতিবেদন: প্রকাশ্যে এল ভুয়ো IAS দেবাঞ্জন দেবের আরও এক কীর্তি। হেয়ার স্ট্রিট থানায় দেবাঞ্জনের বিরুদ্ধে দায়ের হল আরও একটি প্রতারণার অভিযোগ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন এক ব্যবসায়ী। অভিযোগ, ওই ব্যবসায়ীর কাছ থেকে ১ কোটি ২ লক্ষ টাকার মাস্ক ও স্যানিটাইজার কিনেছিলেন ভুয়ো আইএএস। তবে সেই টাকা এখনও মেটাননি। পুলিসের হাতে এসেছে দেবাঞ্জনের ব্যাঙ্ক লেনদেনের তথ্যও। যাতে দেখা গিয়েছে গত এক বছরে তার অ্যাকাউন্ট থেকে প্রায় ২ কোটি টাকার লেনদেন হয়েছে। এমনকি জাল নথি দেখিয়ে ICICI ব্যাঙ্ক থেকে ২০ লক্ষ টাকা দেবাঞ্জন লোন নিয়েছিল বলেও অভিযোগ।


আরও পড়ুন: ১৫ মাস আগেই থানায় বসে ভুয়ো IAS মুচলেকা দেবাঞ্জনের, নীরব পুলিস!


আরও পড়ুন: ভুয়ো IAS-এর পর, মানবাধিকার কমিশনের নামে প্রতারণা, বাঁশদ্রোণী থানায় অভিযোগ দায়ের


ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে সোমবার মোট ১২ জনকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিস। যাদের মধ্যে অনেকেই একসময় দেবাঞ্জনের অফিসের কর্মী ছিলেন। পুলিশ সূত্রে খবর তারা জানিয়েছেন, টাকার বিনিময়ে তাদেরকে কর্মী হিসেবে নিয়োগ করেছিলেন দেবাঞ্জন।