নিজস্ব প্রতিবেদন: ভুয়ো ভ্য়াকসিন কাণ্ডে গ্রেফতার আরও দুই। গ্রেফতার করা হয়েছে ভুয়ো IAS দেবাঞ্জন দেবের খুড়তুতো ভাই কাঞ্চন দেব এবং তার এক সহকারী শরৎ পাত্র। পুলিস সূত্রে খবর, কাঞ্চণই একমাত্র ব্যক্তি যিনি প্রথম থেকে জানতেন যে দেবাঞ্জন দেব কোনও IAS অফিসার নন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সূত্রের খবর, পুলিসকে জেরায় দেবাঞ্জন জানিয়েছেন, কাঞ্চণ তার সঙ্গে প্রতারণা করেছে। তিনি এতদিন ধরে যে কুকর্ম করছেন তার ভাগীদার কাঞ্চনও। দেবাঞ্জনের খুড়তুতো ভাই 'পুরসভায় প্রশাসিক অফিসার' হিসাবে কাজ করতেন। তিন বছর ধরে তিনি কাজ চালাচ্ছিলেন। অন্যদিকে শরৎ পাত্র, ভুয়ো ভ্যাকসিন ক্যাম্পগুলোতে কম্পাউন্ডার হিসেবে করতেন। ইঞ্জেকশন দেওযা থেকে শুরু করে ওষুধের হিসেব রাখা, সবই করতেন। ভুয়ো ক্যাম্পগুলো আয়োজনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করত ধৃত শরৎ পাত্র। কসবা ছাড়াও সোনারপুর এবং সিটি কলেজে ভুয়ো টিকা শিবিরে টিকা দিয়েছিলেন ওই 'স্বাস্থ্য কর্মী'। 


আরও পড়ুন: ভোটের আগেই ঘোষণা Mamata-র, বিধান পরিষদ গঠনের প্রক্রিয়া এগোল আরও এক ধাপ


আরও পড়ুন: বিধানসভায় নিজের ঘরেই রইলেন বিরোধী দলনেতা Suvendu, এড়ালেন সর্বদল


তদন্তে পুলিস জানতে পেরেছে, একটি নির্বাচনও আয়োজন করেছিল দেবাঞ্জন। যেখানে ভোট দেন তাঁর কর্মীরা। এরপর নিজেকে West Bengal Employees Federation-এর নির্বাচনে জয়ী বলে ঘোষণা করে দেবাঞ্জন।