নিজস্ব প্রতিবেদন : বুধবার রাতে দমদম ক্যান্টনমেন্টে রেল লাইনের ধারে পারিবারিক বিবাদ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বচসা চরমে ওঠে। একে অপরকে মারতে গেলে চলন্ত ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল দুই ভাইয়েরই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING



স্থানীয়রা জানিয়েছেন, উমেশ বাসফোর এবং লালন বাসফোর দুই ভাইয়ের মধ্যে বচসা বাঁধে। এরপর এক ভাই আর এক ভাইকে রড দিয়ে মারতে যায়। ঠিক সেই সময় শিয়ালদাগামী একটি ট্রেন আচমকা এসে পড়ে। স্থানীয় লোকজন চিৎকার-চেঁচামেচি করলেও দুজনেই ট্রেনের সামনে লোহার খাঁচায় আটকে যায়। চলন্ত ট্রেনে কাটা পড়ে উমেশ বাসফোর(২৭) এবং লালন বাসফোর (৩০) নামে দুই ব্যক্তি।       


আরও পড়ুন - বউবাজার থেকে পরিষদীয় মন্ত্রী তাপস রায়কে বাড়ি খালি করার নোটিস দিল মেট্রো কর্তৃপক্ষ


ঘটনাস্থলে এসে দমদম জিআরপি দেহ উদ্ধার করে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।কী নিয়ে বচসা খতিয়ে দেখছে রেল পুলিস।