নিশানায় মুখ্যমন্ত্রী! ফেসবুকে `অশালীন পোষ্ট`, রোদ্দুর রায়ের বিরুদ্ধে FIR
পাটুলি থানায় অভিযোগ দায়ের করলেন অরিত্র সাহা নামে এক ব্যক্তি।
নিজস্ব প্রতিবেদন: মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরস্কার প্রাপ্তিকে কটাক্ষ! মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে 'আপত্তিকর ভাষা' প্রয়োগ করলেন ইউটিউবার (YouTuber) রোদ্দুর রায়। তাঁর বিরুদ্ধে পাটুলি থানায় অভিযোগ দায়ের করেছেন অরিত্র সাহা নামে এক ব্যক্তি।
যাঁরা সাহিত্যে বিশেষ অবদান রেখেছেন, এবার থেকে তাঁদের এই পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলা আকাদেমি। এ বছর প্রথম এই পুরস্কার তুলে দেওয়া হল মুখ্যমন্ত্রী হাতে। 'কবিতাবিতান' কাব্যগ্রস্থের জন্য পুরস্কার পেলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। সোমবার, রাজ্য সরকার আয়োজিত 'কবিপ্রণাম' মুখ্যমন্ত্রীর হয়ে আকাদেমি পুরস্কার গ্রহণ করলেন ব্রাত্য বসু।
এদিকে, মুখ্যমন্ত্রীকে পুরষ্কৃত করার প্রতিবাদে ইতিমধ্যেই অন্নদাশঙ্কর স্মারক সম্মান ফিরিয়ে দিয়েছেন বিশিষ্ট লেখক ও গবেষক রত্না রশিদ বন্দ্যোপাধ্যায়। এমনকী, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরস্কার প্রাপ্তিতে ইটিউবার (YouTuber) রোদ্দুর রায়ও কুরুচিকর ভাষায় সোশ্যাল মিডিয়ায় পোষ্ট দিয়েছেন অভিযোগ। পাটুলি থানায় FIR দায়ের হওয়ার পর, তাঁর বিরুদ্ধে পুলিস জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে বলে খবর।
আরও পড়ুন: Anubrata Mandal: বুকে ব্যথা! ফের হাসপাতালে অনুব্রত মণ্ডল