FIR Against Mithun: `উস্কানিমূলক` মন্তব্যের জেরে মিঠুনের বিরুদ্ধে এফআইআর, বিপাকে মহাগুরু!
FIR Against Mithun: ওই এফআইআর-এ অভিযোগ করা হয়েছে, অমিত শাহের সভায় মিঠুন চক্রবর্তী যা বলেছেন তা `উস্কানিমূলক`। তাই তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। এখন ওই এফআইআর নিয়ে পুলিস কী করে সেটাই দেখার।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অমিত শাহের সভায় দাঁড়িয়ে 'উস্কানিমূলক' বক্তব্য রাখার জন্য মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর রুজু হল। অক্টোবরে কলকাতায় এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর সভায় বক্তব্য রাখতে গিয়ে উস্কানিমূলক ভাষণ দেন মহাগুরু। এমনটাই অভিযোগ মিঠুনের বিরুদ্ধে। তারই জেরে বিধাননগর দক্ষিণ থানায় এফআইআর দায়ের করলেন কৌশিক সাহা নামে এক ব্যক্তি।
আরও পড়ুন-মালেগাঁও বিস্ফোরণে সাধ্বী প্রজ্ঞার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এনআইএর
ওই এফআইআর-এ অভিযোগ করা হয়েছে, অমিত শাহের সভায় মিঠুন চক্রবর্তী যা বলেছেন তা 'উস্কানিমূলক'। তাই তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক। এখন ওই এফআইআর নিয়ে পুলিস কী করে সেটাই দেখার।
গত ২৭ অক্টোবর বিজেপির সদস্য সংগ্রহ কর্মসূচিতে যোগ দিতে এসেছিলেন অমিত শাহ। সল্টলেকের সেই অনুষ্ঠানে ছিলেন মিঠুন চক্রবর্তীও। সেখানেই তিনি একেবারে কড়া ভাষায় বলেন, রাজনীতির মারপ্যাঁচ আমি বুঝি। অভিনেতা হিসেবে নয়, ষাটের দশকের মিঠুন চক্রবর্তী বলছি। বুঝি কোন পদক্ষেপে কোন কাজ হবে। এর জন্য যা করতে হয় করব।
এদিন মিঠুন চক্রবর্তীর নিশানায় ছিলেন মুর্শিদাবাদের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। তাঁর কথা টেনেই মিঠুন বলেন, এখানকার এক নেতা বলেন, ৭০ শতাংশ মুসলিম, ৩০ শতাংশ হিন্দু। কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব। ভাবলাম, মুখ্যমন্ত্রী তাঁকে এমন কথা না বলতে বলবেন। কিছু হল না। আমি মুখ্যমন্ত্রী নই। কিন্তু বলে রাখছি, ভাগীরথী নদী আমাদের মা। তোমার মাটিতেই তোমাকে পুঁতে দেব!
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)