নিজস্ব প্রতিবেদন:  তৃণমূলের অন্দরে ক্রমশ জোরালো হচ্ছে এক ব্যক্তি এক পদের দাবি। এর আগে জি ২৪ ঘণ্টায় অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) এই প্রসঙ্গ তুলেছিলেন। তারই সমর্থনে সোশ্যাল মিডিয়ায় একের পর এক পোস্টে জল্পনা তীব্র। এদিন এ প্রসঙ্গেই মুখ খুললেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। বললেন,''মমতা বন্দ্যোপাধ্যায় যে সিদ্ধান্ত নেবে দলের সবাই তাই মানবে।''


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র বলেন, ''তৃণমূল কংগ্রেসের সভানেত্রী অর্থাৎ আমাদের চেয়ারপার্সনের অনুমোদনে বলছি সোশ্যাল মিডিয়ায় এক ব্যক্তি এক পদ-এর যে ক্যাম্পেন চলছে তা দল অনুমোদন করে না। নেত্রীর মুখে যে কথাটা বসানো হচ্ছে তারপরে আরও চারটে লাইন মমতা বলেছিলেন। ডিসক্রিয়েশন অফ দ্য চেয়ারপার্সন অর্থাৎ চেয়ারপার্সন যেটা ঠিক করবে তা তিনি চাইলে পরে বদলাতেও পারে। সভানেত্রীই দলের নীতি পরিবর্তন করতে পারেন। নতুন করে মমতা বন্দ্যোপাধ্যায় সভানেত্রী হওয়ার পর নতুন নীতি প্রণয়ন করবেন। তিনি যা সিদ্ধান্ত নেবেন, সেটাই আমরা মাথা পেতে নেব।'' 



আরও পড়ুন, তৃণমূল তাড়িয়ে দিলে ওই বাদামওয়ালার মত বলতে হবে কাঁচা বাদাম : Madan Mitra


তিনি আরও বলেন, ''পুরনো কিছু জিনিস নিয়ে, কিছু ক্লিপিংস নিয়ে যারা এটা করছেন তারা দলের স্বার্থে সেটা করছেন না। তাই সভানেত্রীর সিদ্ধান্তই আমাদের দলে শেষ কথা। মমতা বন্দ্যোপাধ্যায় যে সিদ্ধান্ত নেবে সবাই সেটাই মানবে। সোশ্যাল মিডিয়ায় এই ক্যাম্পেন মানুষকে বিভ্রান্ত করার জন্য চালানো হচ্ছে।'' তিনি বলেন, ‘‘নেতাদের ফেসবুক পোস্ট বিভ্রান্তিকর। দল তা অনুমোদন করে না। অবিলম্বে ওই সব পোস্ট সরাতে হবে। সোশ্যাল মিডিয়ায় এ রকম পোস্ট করা অন্যায়। সভানেত্রী নতুন ভাবে নীতি নির্ধারণ করবেন। দলের যাবতীয় নীতি তিনিই ঠিক করবেন।’’


প্রসঙ্গত, এক ব্যক্তি এক পদ- এই দাবির সমর্থনে সুদীপ রাহা, দক্ষিণ কলকাতা যুব তৃণমূলের সভাপতি সার্থক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের ফেসবুক পোস্ট রাজ্য রাজনীতিতে জল্পনা তৈরি করেছে। #OnePersonOnePost ট্রেন্ডিং হয়েছে টুইটারে। তাতে জুড়ে দেওয়া হয়েছে এনিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিকতম মন্তব্যও। জি ২৪ ঘণ্টায় সাক্ষাৎকারে সর্বভারতীয় সাধারণ সম্পাদককে.বলতে শোনা গিয়েছে, 'রাজ্যস্তরের নেতারা একাধিক পদে আছেন। ভরসা রাখুন আস্তে আস্তে হবে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি। আমার নয়।'    


Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)