নিজস্ব প্রতিবেদন :  পার্ক স্ট্রিটে এক বস্ত্র বিপণিতে বুধবার রাতে আগুন লাগে। রাত একটা নাগাদ আগুন লাগে ৪৮ নম্বর পার্ক স্ট্রিটের ওই বস্ত্র বিপণিতে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের সাতটি ইঞ্জিন। আপাতত নিয়ন্ত্রণে আগুন।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 




প্রাথমিকভাবে অনুমান, এসি মেশিনের শর্ট সার্কিট থেকেই আগুন লাগে। আবাসনের নিচে ওই বস্ত্র বিপণিতে দাউদাউ করে আগুন দেখে আবাসনের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। দোকানে প্রচুর দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন ছড়াতে থাকে। আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় দমকলকে।


আরও পড়ুন -  থেকেও নেই ডিভাইডার, আইনকে বুড়ো আঙুল দেখিয়েই ছুটছে গাড়ি


সকালের দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও কুলিং প্রসেস চলতে থাকে। দমকল সূত্রে খবর, ওই দোকানের নিজস্ব অগ্নি নির্বাপণ ব্যবস্থা সময়মতো কাজ করেনি। প্রথমে দমকলের ২টি ইঞ্জিন এলেও আগুন ক্রমশঃ বাড়তে থাকায় আরও ৫টি ইঞ্জিন পরে আনা হয়।