ওয়েব ডেস্ক : সাত সকালে আগুন লাগল সাউথ সিটি মলের ফুড কোর্টে। সোয়া নটা নাগাদ মলের চারতলার ফুড কোর্টের আগুন লাগে। মলের বাইরে থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় মল।  বাজার বন্ধ থাকলেও আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় পাশের আবাসনে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌছয় দমকলের ২১টি ইঞ্জিন। পৌছয় বিপর্যয় মোকাবিলা বাহিনির কর্মীরাও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মলে সামান্য কয়েকজন কর্মী ছিলেন। তাদের দ্রুত বাইরে আনা হয়।  বন্ধ করে দেওয়া হয় মলের সামনের প্রিন্স আনোয়ার শাহ রোড। আগুন নেভাতে আনা হয় হাইড্রোলিক ল্যাডারও। খবর পেয়েই গোটা বিষয়টি নিয়ে খোঁজ নেওয়া শুরু করেছেন দমকল মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়।


সাউথ সিটি মলে আগুনের খবর পেয়েই সেখানে পৌঁছে যায় সংবাদ মাধ্যমও। বহু সাধারণ মানুষও ভিড় করেন মলের সামনের রাস্তায়। সেখানেই সংবাদ মাধ্যমের সঙ্গে পুলিসের বচসা। রীতিমতো ধাক্কাধাক্কি শুরু হয়ে যায়।