নিজস্ব প্রতিবেদন: শহরজুড়ে রাজনৈতিক কর্মসূচি চলছে। তারই মাঝে বৃহস্পতিবারের ব্যস্ত শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড। আগুনে পুড়ে ছাড়াই বিস্তারিত এলাকা। এ দিন দুপুর ১টা নাগাদ লেক গার্ডেন্সে আগুন লাগে। এই খবর পেয়ে এলাকায় আসে দমকলের তিনটি ইঞ্জিন। তাঁদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও স্থানীয়দের অভিযোগ শুরুতে স্থানীয়রাই আগুন নেভানোর কাজে হাত লাগায়। দমকল দেরিতে আসার অভিযোগ করেছেন তাঁরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  রাস্তার পাশে জঙ্গলে পড়ে শয়ে শয়ে নতুন স্বাস্থ্যসাথী (Swasthya Sathi) কার্ড, জোর চাঞ্চল্য



এ দিন অনেকেই বাড়িতে ছিলেন না, খবর পেয়ে ফিরে এসে দেখেন ততক্ষণে পুড়ে ছাই হয়ে গিয়েছে সব। ছাই ঘেঁটে শেষ সম্বলটুকু বৃথা চেষ্টা করেছেন অনেকেই। যদিও চেষ্টাই সার। ছাই-ভস্ম ছাড়া আর কিছুই মেলেনি। তাঁদের অভিযোগ, দমকল ঠিক সময়ে এসে পৌঁছলে এই অবস্থা হত না। কারও বাড়ির দলিল, কারও সোনা-গহনাসহ গুরুত্বপূর্ণ নথি। পুড়ে গিয়েছে সবই। 



যদিও কী থেকে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে।