নিজস্ব প্রতিবেদন: মহেশতলায় অগ্নিকাণ্ড। একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন। এখনও পর্যন্ত ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন পৌঁছে গিয়েছে। ঘটনাস্থলের পাশে অনেক বাড়ি রয়েছে। খালি করা হয়েছে এলাকা। আগুন নেভাতে তৎপর দমকল। আসছে আরও ইঞ্জিন।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কারখানার ভিতরে কেউ আটকে রয়েছে কিনা তা, দেখা হচ্ছে। অগ্নিকাণ্ডের ঘটনায় গোটা এলাকায় আতঙ্কের ছড়িয়েছে। রাসায়নিক পদার্থ থাকার কারণে আগুন ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও দমকলের তরফে আগুন নেভানোর সব রকমের চেষ্টা চলছে। কীভাবে আগুন লাগল, পরে তা খতিয়ে দেখা হবে।


আরও পড়ুন: আকাশপথে বাংলায় আসতে লাগবে আরটি-পিসিআর নেগেটিভ বা দুই ডোজের টিকাকরণ শংসাপত্র


আরও পড়ুন: তবু মুখরক্ষা হয়নি বাংলায়,অভাগাদের জন্য ২ মিনিট নীরবতা,ফোনে আড়িপাতাকাণ্ডে Abhishek