নিজস্ব প্রতিবেদন : ফের শহরে অগ্নিকাণ্ড। ফের আগুন নন্দরাম মার্কেটে। জানা যাচ্ছে, নন্দরাম মার্কেটের ৯ তলায় আগুন লেগেছে। ঘটনাস্থলে রয়েছে দমকলের ৬টি ইঞ্জিন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


মার্কেটের ৯ তলায় একটি কাপড়ের গুদাম রয়েছে। সেখানেই আগুন লাগে বলে জানা গিয়েছে। প্রথমে ঘটনাস্থলে আসে দমকলের ৪টি ইঞ্জিন। তারপর ইঞ্জিনের সংখ্যা আরও বাড়ানো হয়। আরও ২টি দমকল পাঠানো হয়েছে নন্দরাম মার্কেটে। দমকলের ৬টি ইঞ্জিন যুদ্ধকালীন তত্পরতায় আগুন নেভানোর কাজ করছে।


১১ বছর আগে নন্দরাম মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা এখনও সবার স্মৃতিতে টাটকা।  ২০০৮-এর ১২ জানুয়ারি আগুন লাগে নন্দরাম মার্কেটে। টানা ৭ দিন ধরে জ্বলেছিল সেই আগুন। সেবার আগুনে ভস্মীভূত হয়ে যায় নন্দরাম মার্কেটের ৭ তলা।


আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন দমকল মন্ত্রী সুজিত বসু। উল্লেখ্য, গতবার নন্দরাম মার্কেটে আগুন লাগার পর উপরের অংশ ভেঙে ফেলার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু সেটা হয়নি। তবে কেন হয়নি? তা নিয়ে প্রশ্ন করা হলে কোনও মন্তব্য করতে রাজি হননি মন্ত্রী। তাঁর বক্তব্য, "আগে আগুন নিভুক তারপর বাকি কথা।"