নান্টু হাজরা: আগুন লাগেনি, অথচ হাজির দমকল! কেন? বেশ কিছুক্ষণের চেষ্টায় অবশেষে উদ্ধার করা গেল এক বিড়ালকে। ঘটনাস্থল, সল্টলেকের সিজিও কমপ্লেক্স।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ঘটনা ঠিক কী? বিল্ডিংটি আটতলা। একেবারে উপরের তলার জানলায় আবার নেট লাগানো। পাশেই কার্নিশে দু'দিন ধরে আটকে ছিল বিড়ালটি। এদিন দুপুরের পর থেকে বিড়ালের ডাক শুনতে পাচ্ছিলেন সিজিও কমপ্লেক্সের কর্মীরা। এরপর যখন খোঁজাখুঁজি শুরু হয়, তখনই ঘটনাটি নজরে আসে। কিন্তু বিড়ালটি কোনওভাবে উদ্ধার করতে পারছিলেন না তাঁরা। শুধু তাই নয়, কার্নিশ থেকে লাফ দিলে অঘটন ঘটতে পারত। 



আরও পড়ুন: Justice Abhijit Gangopadhyay: 'দিদি একা সামলাতে পারছেন না, পাশে কিছু দুর্বৃত্ত ঘুরে বেড়াচ্ছে'


তাহলে? খবর দেওয়া হয় দমকলে। বিড়ালটিকে অবশ্য সহজে উদ্ধার করতে পারেননি দমকলকর্মীরাও। কেন? যে অফিসের জানলার কাছে কার্নিশে আটকে ছিল বিড়ালটি, সেই অফিসটি বন্ধ হয়ে গিয়েছে কয়েক দিন আগেই! শেষপর্যন্ত সিজিও কমপ্লেক্সের কর্মীদের সাহায্যে জানালার পাশে একটি কাঠ সরিয়ে দেওয়া হয়। সেখানে দিয়েই বিড়ালটি বাইরে বেরিয়ে আসে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)