নিজস্ব প্রতিবেদন: এক্সাইড মোড়ে বহুতলে ভয়াবহ আগুন। ভেঙে পড়ল বহুতলের একাংশ। বহুতলটির গায়ে লম্বালম্বি ফাটল দেখে গিয়েছে। বাড়িটির অন্য অংশও ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। এখনও দমকলের ৬টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। ওই বহুতলের চার তলায় একটি অফিসে আগুন লাগে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে পৌঁছছেন মন্ত্রী ফিরহাদ হাকিম। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 




এখনও আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা। জানলা দিয়ে গলগল করে বেরোচ্ছে আগুনের হলকা। কালো ধোঁয়ায় ঢেকেছে এলাকা। 
 ঘিঞ্জি এলাকা হওয়ায় দমকল কর্মীদের কাজে অসুবিধা হচ্ছেষ। ল্যাডার দিয়ে ভিতরে ঢোকার চেষ্টা করছেন কর্মীরা।


অব্যবস্থার অভিযোগে সেন্ট অগাস্টিন' ডে স্কুলে বিক্ষোভ অভিভাবকদের 
  এ দিন সকাল প্রায় সাড়ে ৯টা নাগাদ ওই বহুতলের চারতলা থেকে ধোঁয়া বেরোতে দেখেন অফিসের কর্মীরা। তাঁরাই দ্রুত দমকলে খবর দেন। ওই এলাকায় বেশ কয়েকটি অফিস রয়েছে। ইতিমধ্যেই আশপাশের বহুতলগুলো থেকে সকলকে সরিয়ে দিয়েছে পুলিশ। আগুনের উত্সস্থলে পৌঁছনোর চেষ্টা করছেন দমকলকর্মীরা। পাশের একটি বহুতল থেকে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালানো হচ্ছে। পাশে রয়েছেন বিপর্যয় মোকাবিলা বাহিনীও।