নিজস্ব প্রতিবেদন: হুকিং করে নেওয়া হয়েছিল বিদ্যুত সংযোগ। বৃষ্টিতে ঝুপড়ির সাপোর্ট দেওয়া বাঁশখুঁটি ভিজে গিয়েছিল। সেই খুঁটিতে লাগানো ছিল পাওয়ার প্লাগ। আর তাতেই মোবাইল ফোন চার্জে বসাতেই শর্ট সার্কিট। বিধ্বংসী আগুনে খাক হয়ে গেলে খিদিরপুর ঝুপড়ি। ঘটনাস্থলে দমকলের ১০ টি ইঞ্জিন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় চক্র রেলের খিদিরপুর স্টেশনের এলিভেটেড লাইনের পাশে বাবুবাগান বস্তির ৩০ টি ঝুপড়ি ঘর পুড়ে গিয়েছে। বস্তিতে মোট ঝুপড়ির সংখ্যা সাড়ে তিনশো। স্থানীয় যুবক এবং দমকলের তত্পরতায় রক্ষা পেয়েছে বাকি ঘরগুলি। ঘটনায় হতাহতের কোনও খবর নেই।



EXCLUSIVE BREAKING: সারদার পর এবার রোজভ্যালিকাণ্ডে রাজীব কুমারকে আজই তলব CBI-এর


আগুনের গ্রাসে সর্বস্ব হারিয়েছেন সিমরন বেওয়া। আগামী ২৯ তারিখ মেয়ের বিয়ে। স্বামী মারা যাওয়ার পর ৪ বছর আগে নিজের লক্ষীকান্তপুরের ভিটেমাটি বেঁচে মেয়েকে নিয়ে এই বস্তিতে বাসা বেঁধেছিলেন। লোকের বাড়ি পরিচারিকার কাজ করেই দিনগুজরান হয় তাঁর। সব হারিয়ে এখন খোলা আকাশের নিচে তিনি।