ফের রাতের কলকাতায় বস্তিতে আগুন
উত্সজবের রেশ এখনও কাটেনি। এখনও দুর্গা পুজোর সব প্রতিমার বিসর্জন হয়নি। তারই মধ্যে ফের রাতের কলকাতায় আগুন। গতকাল রাত একটা নাগাদ প্রগতি ময়দান থানা এলাকায় একটি বস্তিতে আগুন লাগে। ৬ টি ঘর ভষ্মীভূত হয়ে যায়। দমকলের ৪টি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কীভাবে আগুন লাগল, তা অবশ্য পরিষ্কার নয়।
ওয়েব ডেস্ক: উত্সজবের রেশ এখনও কাটেনি। এখনও দুর্গা পুজোর সব প্রতিমার বিসর্জন হয়নি। তারই মধ্যে ফের রাতের কলকাতায় আগুন। গতকাল রাত একটা নাগাদ প্রগতি ময়দান থানা এলাকায় একটি বস্তিতে আগুন লাগে। ৬ টি ঘর ভষ্মীভূত হয়ে যায়। দমকলের ৪টি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কীভাবে আগুন লাগল, তা অবশ্য পরিষ্কার নয়।
আরও পড়ুন জীবনের ১৮ নম্বর A মার্কা পুজোটাও এসে গেল
এক মহিলা আগুন দেখতে পেয়ে চিত্কার করেন। তাতেই এই ঘরগুলিতে থাকা ১২ জন বাসিন্দা দৌড়ে বেরিয়ে আসেন ও প্রাণে বেঁচে যান। বাসিন্দাদের অভিযোগ, তাঁদের উচ্ছেদ করতেই ইচ্ছে করে জমির মালিক আগুন লাগিয়েছে।
আরও পড়ুন সরকারের অনুমান আজ রেড রোডে ৫০ হাজারের বেশি দর্শক আসবেন