নিজস্ব প্রতিবেদন : কলকাতা পুরসভা প্রশাসক বোর্ড গঠন করল রাজ্য। মেয়র ফিরহাদ হাকিমকে মাথায় রেখে ১৪ জনের বোর্ড গঠন করা হয়েছে। নয়া বোর্ডে প্রশাসক হচ্ছেন ফিরহাদ হাকিম-ই। মঙ্গলবারই প্রশাসক হিসেবে ফিরহাদের নাম চূড়ান্ত হয়। আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হল। বোর্ডে আছেন ডেপুটি মেয়র অতীন ঘোষও। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বৃহস্পতিবার ৭ মে কলকাতা পুরসভার মেয়র হিসেবে কার্যকাল শেষ হচ্ছে ফিরহাদ হাকিমের। তারপর শুক্রবার ৮ মে থেকেই কলকাতা পুরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব নেবেন তিনি। প্রসঙ্গত, কলকাতা পুরসভার ইতিহাসে এই প্রথমবার বসছে প্রশাসক। কলকাতা পুরসভার আইন অনুযায়ী, প্রশাসক বসানো যায় না। কিন্তু করোনার জেরে উদ্ভূত পরিস্থিতিতে স্থগিত হয়ে গিয়েছে পুরভোট। এরফলে অনিশ্চয়তা দেখা দেয় কলকাতা পুরসভার ভবিষ্যৎ নিয়ে। এই পরিস্থিতিতে রিমুভ্যাল অফ ডিফিকাল্টিস অ্যাক্ট-এ ফিরহাদ হাকিমকেই প্রশাসক করার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার।



যদিও প্রশাসক হিসেবে ফিরহাদ হাকিমের নাম চূড়ান্ত হতেই তোপ দাগেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বলেন, "ফিরহাদ হাকিমকে নিয়ে এটা ওদের আগে থেকেই ভাবনা ছিল। এর আগে অনেক পুরসভা নির্বাচন করায়নি। এখন করোনার অজুহাতে এইসব করছে। ফিরহাদকে প্রশাসক করা খুব অন্যায় হল। আসলে নিজেদের দলের শাসন কায়েম রাখতে চায়‌। তাই ভোট করতে ওদের এত ভয়। আমরা আইনের সাহায্য নিতে পারি।" সূত্রে খবর,পুরবোর্ডের মেয়াদ শেষ হতে কলকাতা পুরসভায় প্রশাসক হিসেবে ববি হাকিমকে বসানোর ঘটনায়, রাজ্য সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে যাচ্ছে বিজেপি। উল্লেখ্য, কলকাতা পুরসভার পাশাপাশি রাজ্যের আরও ৯৩টি পুরসভাতেও প্রশাসক বসাবে রাজ্য।


আরও পড়ুন, 'আরোগ্য সেতু অ্যাপের মাধ্যমে কেন্দ্র করোনা ছাড়া অন্য তথ্যও চুরি করছে, নজরদারি চালাচ্ছে'