নিজস্ব প্রতিবেদন: 'টক টু মেয়র' কর্মসূচিতে শনিবার দফায় দফায় মেজাজ হারালেন মেয়র ফিরহাদ হাকিম। ৬৭ বছরের বৃদ্ধ মেয়রকে ফোনে অভিযোগ করলেন, তাঁর এলাকায় বন্ধ করে দেওয়া হয়েছে পার্ক। অভিযোগ পেয়ে ক্ষুদ্ধ ফিরহাদ একহাত নেন আধিকারিকদের। খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শনিবার টক টু মেয়রে ফোন করেন কালীঘাটের বাসিন্দা নরেনকুমার মজুমদার। ৬৭ বছরের নরেনবাবুর অভিযোগ, দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে কালীঘাট পার্ক। আধিকারিকরা মেয়রকে অবগত করান, অভিযোগটি ভিত্তিহীন। এমন কোনও ঘটনা ঘটেনি। এতেই চটে যান ফিরহাদ। তিনি জানতে চান, ''৬৭ বছরের বৃদ্ধ কি মিথ্যা বলছেন? তার মানে আপনারা খবরই রাখছেন না পার্কের।'' 


মেয়র নির্দেশ দেন, এবার থেকে শহরের পার্কগুলির তদারকি করবে সংশ্লিষ্ট বরোগুলি। এর পাশাপাশি পার্কগুলির অবস্থা নিয়ে আধিকারিকদের দ্রুত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশও দেন। বেআইনি নির্মাণ নিয়ে পরপর অভিযোগ পেয়ে ফের মেজাজ হারান মেয়র। আধিকারিকদের বলেন,''বারবার একই অভিযোগ আসছে কেন? এক টাকার ঘুষ আর ১ কোটির ঘুষ একই ব্যাপার। একটা ঘটনা ঘটলে আরও ঘটতেই থাকবে।''


আরও পড়ুন- 'দিদিকে বলো'র পর আসছে 'বিজেপিকে বলো', পুরপরিষেবা নিয়ে অভিযোগ টোল ফ্রি নম্বরে