নিজস্ব প্রতিবেদন: অমিত শাহ বাংলায় বিভাজন ছড়াতে এসেছেন বলে অভিযোগ করলেন ফিরহাদ হাকিম। রাজ্যের মন্ত্রী বলেন,''গুজরাট থেকে একটা মোটা শরীর আনলাম। আর বাংলা জয় করলাম। এটা হবে না। এখানে মমতাকেই সবাই বিশ্বাস করে।'' 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বাঁকুড়ার চতুরদিহি গ্রামে বিভীষণ হাঁসদার বাড়িতে মধ্যাহ্নভোজন সেরেছেন অমিত শাহ। এনিয়ে ফিরহাদ বলেন,''আদিবাসীদের ধর্ষণ করার পর তাঁর বাড়িতে খেলেই কি বিশ্বাস করবে? মতুয়া উন্নয়ন একমাত্র মমতাই করেছেন। বাংলা শান্তিতে আছে। এখানে উন্নয়নও হচ্ছে।''


বিজেপির বিরুদ্ধে সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগ তুলে ফিরহাদ বলেন,''আমাদের আশা ছট পুজো নির্বিঘ্নেই করব। আমরা দায়িত্বশীল। বিজেপির আন্দোলনে করোনা বেড়েছে। পুজোর জন্য করোনা ছড়ায় না। পাগলের দল। মাস্ক ছাড়া দক্ষিণেশ্বরে গিয়েছেন।  ঠাকুরকে চেনেন না। বিভাজনের কথা বলছে ওরা। মুসলমানদের নিধন করতে দেব না।''


এ দিন বণিক সভার অনুষ্ঠানে হাজির ছিলেন ফিরহাদ হাকিম। সেখানে তিনি ঘোষণা করেন, গত ৬ মাসে লক ডাউনের জেরে আর্থিক মন্দা রয়েছে। আগামী ৩ বছরে রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে ৩৫ লক্ষ চাকরি হবে।


আরও পড়ুুন- দালালি চাই না, ৫৬ হাজার কোটি টাকা চাই, শাহকে অনুব্রত