নিজস্ব প্রতিবেদন: দ্বিতীয়বারের জন্য কলকাতা পুরসভার মেয়র (Mayor Kolkata Municipal Corporation) হিসেবে শপথ নিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। মঙ্গলবার নির্ধারিত সময়ে স্ত্রী ও মেয়েদের নিয়ে শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হন তৃণমূলনেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের (Mamata Banerjee) স্নেহের ববি। অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন ৫০০ জন অতিথি। একই সঙ্গে চেয়ারপার্সন হিসেবে শপথ নিলেন মালা রায় (Mala Roy)।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শপথ গ্রহণের পর নয়া মেয়র ফিরহাদ (Firhad Hakim) জানান, মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের (Mamata Banerjee) স্বপ্নপূরণ করাই তাঁর লক্ষ্য। কলকাতাকে বিশ্বের শ্রেষ্ঠ শহরে পরিণত করতে চান তৃণমূল নেত্রী। সেই স্বপ্নই তাঁরা সকলে মিলে পূরণ করবেন। মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের (Mamata Banerjee) বিশ্বাস তাঁরা রাখবেন। তিনি বলেন, "আমরা মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee) স্বপ্নের কলকাতা গড়ব। আমরা সবাই সেবক, আমি হলাম প্রধান সেবক। নেত্রীর স্বপ্নপূরণই টিম কর্পোরেশনের লক্ষ্য। সবাই নিজের ওয়ার্ডের উন্নয়ন করলে, উন্নত কলকাতা হবে।"


মেয়র ও চেয়ারপার্সনের পর একে একে শপথ নেন ১৩ জন মেয়র পারিষদ সদস্য (MMIC)। তাঁরা হলেন ডেপুটি মেয়র অতীন ঘোষ, দেবাশিষ কুমার, দেবব্রত মজুমদার, তারক সিং, স্বপন সমাদ্দার, বাবু বক্সি, আমিরুদ্দিন ববি, মিতালি বন্দ্যোপাধ্য়ায়, সন্দীপন সাহা, অভিজিৎ মুখোপাধ্য়ায়, রাম পেয়ারে রাম, জীবন সাহা এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়। কলকাতা পুরসভার ১৪৪ জন কাউন্সিলরের উদ্দেশে তিনি বলেন, "যখন ডাকি, তখন পাই কাউন্সিলর হতে হবে। যিনি হতে পারবেন, তিনিই শ্রেষ্ঠ কাউন্সিলর হবেন। মমতা বন্দ্য়োপাধ্যায় সেজন্যই আমাদের দায়িত্ব দিয়েছেন। সেই দায়িত্ব পূরণ করতে হবে। ইচ্ছে থাকলেই উপায় হয়।" 



আরও পড়ুন: মিশনারিজ অব চ্য়ারিটির সব ব্য়াঙ্ক অ্যাকাউন্ট ফিজ করেছে কেন্দ্র! মমতার অভিযোগ অস্বীকার স্বরাষ্ট্র মন্ত্রকের


আরও পড়ুন: Kolkata: প্রেসিডেন্সি জেল থেকে 'উধাও' বন্দি!


Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App