নিজস্ব প্রতিবেদন:  এই জয় ছিল অবশ্যম্ভাবী ও প্রত্যাশিত।  যেন নিয়মরক্ষার লড়াই।  কলকাতা পৌরনিগমের উপনির্বাচনে জয়ী ফিরহাদ হাকিম।  বুধবার ফল প্রকাশিত হয়। ফিরহাদ হাকিম ভোট পেয়েছেন ১৬ হাজার ৫৫৪। অন্যদিকে বিজেপি ভোট পেয়েছে ২,৫৭৭ টি ভোট। বৃহস্পতিবার কাউন্সিলর হিসাবে শপথ নেবেন তিনি। বিজেপি প্রার্থী জীবনকুমার সেন দ্বিতীয় স্থানে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: বনধের দ্বিতীয় দিনেও যাদবপুরে তুমুল উত্তেজনা, ফের আটক সুজন চক্রবর্তী


৮২ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ফিরহাদ। প্রসঙ্গত,  কলকাতা পুরসভার মেয়র পদে মনোনিত হওয়ার পর, নিয়মানুযায়ী  তাঁকে  কাউন্সিলর ভোটে  কলকাতা পুরসভার যে কোনও একটি  ওয়ার্ড থেকে জয়ী হতে হত।  নিয়ম অনুযায়ী,  ৮২ নম্বর ওয়ার্ড চেতলা থেকেই ভোটে দাঁড়ান মেয়র  ফিরহাদ হাকিম।



এদিন ফলঘোষণার পর ফিরহাদ হাকিম বলেন, “মানুষ তৃণমূল কংগ্রেসের ওপর আরও বেশি করে ভরসা করছে। বিজেপির ওপর তারা বিরক্ত।”


আরও পড়ুন, বনধের দ্বিতীয় দিনে শিয়ালদহ দক্ষিণ শাখায় বিভিন্ন জায়গায় ট্রেন অবরোধ, ব্যহত রেল পরিষেবা


চেতলাতেই ছোট থেকে রয়েছেন ববি  হাকিম। এলাকা তাঁর হাতের তালুর মতো চেনা। রাজনৈতিক জীবনের শুরু থেকে, মন্ত্রিত্ব-জীবনের এই পর্যায়ে সব সময়ই চেতলাবাসীকে পাশে পেয়েছেন ফিরহাদ হাকিম। ৮২ নম্বর ওয়ার্ড থেকে ইস্তফা দেন কাউন্সিলর প্রণব বিশ্বাস। এই ওয়ার্ডের প্রার্থী হন নব নির্বাচিত মেয়র ফিরহাদ হাকিম।  ৬ জানুয়ারি  ছিল উপ নির্বাচন। জয় যেন ছিল সময়ের অপেক্ষা।