ওয়েব ডেস্ক: প্রবল গরম। তার সঙ্গে ঝলসে দেওয়া গরম হাওয়া।  দিনভর পশ্চিমি ধাঁচের গরমের দাপটে সোমবার হাঁসফাঁস দশায় কাটাল কলকাতা। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১.৪ ডিগ্রি। স্বাভাবিকের চেয়ে ৬ ডিগ্রি বেশি। ১৯৫৪ সালের ২৫ এপ্রিল কলকাতার তাপমাত্রা ছিল ৪৩.৩ ডিগ্রি। তারপরেই জায়গা করে নিয়েছে আজকের তাপমাত্রা। প্রায় ৫০ বছর বাদে শহরের তাপমাত্রা ছাড়িয়ে গেল ৪১ ডিগ্রি। আগামি কয়েকদিন আবহাওয়া থাকবে একই রকম। ১৫ এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। একইসঙ্গে লু বইবে দক্ষিণবঙ্গের সব জেলায়। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত কিংবা নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় না থাকার করণেই এবারের গরম এতটা শুকনো। জানিয়েছেন আবহাওয়াবিদেরা। এদিন জেলাগুলিতেও দিনভর ছিল  প্রবল উত্তাপ। তবে গরম উপেক্ষা করেই লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন মানুষ। প্রবল গরমে জামুড়িয়ায় একজন ভোটারের এবং পাণ্ডবেশ্বরে এক ভোটকর্মীর মৃত্যু হয়।