নিজস্ব প্রতিবেদন: মাদককাণ্ডে চিনা নাগরিকদের তদন্তে অসহযোগিতা। তথ্য গোপন করে গোয়েন্দাদের বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ। আইফোন, ল্যাপটপের পাসওয়ার্ডও দিতে অস্বীকার করেছে তারা। ফোন খুলতে বিশেষজ্ঞদের সাহায্য নিচ্ছে সিআইডি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রসঙ্গত,  ২৯ জুন কলকাতা স্টেশনে রেলপুলিশের হাতে প্রায় ৩৯ কোটি টাকার পার্টি ড্রাগ নিয়ে ধরা পড়ে পাঁচ চিনা নাগরিক। প্রায় দুই কুইন্টাল ড্রাগ বাজেয়াপ্ত হয় ধৃতদের কাছ থেকে। জেরায় কেঁচো খুড়তে বেরিয়ে পড়ে কেউটে ।


আরও পড়ুন: নৌকার ভিতরে উঁকি দিতেই পুলিসের শরীর দিয়ে বয়ে গেল হিমস্রোত!  


চিনা মাদকজালের শিকড় খুঁজতে মঙ্গলবার শহরে আসে মার্কিন গোয়েন্দা দল। ঘণ্টা চারেক চিনা পাচারকারি দলকে জেরা করেন মার্কিন গোয়েন্দারা। জেরায় চিনা পাচারকারি দলটি স্বীকার করেছে,  আমেরিকা, হংকং সহ বিশ্বের বিভিন্ন দেশেই বিস্তৃত তাদের পাচারচক্র।


ধৃতদের  পাসপোর্ট ও ভিসা খতিয়ে দেখা হচ্ছে। জেরার পর মার্কিন গোয়েন্দারা জানিয়েছে,  পাচারকারি দলটি যাদের মাদক পাচার করত,  তাদের মধ্যে কয়েক জনের নাম পাওয়া গেছে। তাদের দেশেও কয়েক কোটি টাকার মাদক পাচার করেছে এই দলটি।