নিজস্ব প্রতিবেদন: অত্যাধুনিক অস্ত্র-সহ ৫ দুষ্কৃতীকে পাকড়াও করল পুলিস। শনিবার রাতে দমদমের পাদ্রিহাট থেকে ওইসব দুষ্কৃতীকে গ্রেফতার করে দমদম থানার পুলিস।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-উস্কানির দেওয়ার অভিযোগে এবার বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে এফআইআর যাদবপুর থানায়


এদিন রাতে একটি সুইফট ডিজায়ার গাড়ি চড়ে উল্টোডাঙ্গার নারায়ণপুরের দিকে যাচ্ছিল ওইসব দুষ্কৃতীরা। গোপন সূত্রে খবর পেয়ে গাড়িটিকে আটক করে পুলিস। তারপর গাড়ি তল্লাশি করতেই তাজ্জব তাঁরা।



পুলিস সূত্রে জানা গিয়েছে, দুষ্কৃতীরা মূলত নারায়ণপুরের বেড়াবেরি ও উল্টোডাঙ্গার বাসিন্দা। এদের গাড়ি তল্লাশি করে পাওয়া গিয়েছে ৩টি নাইন এমএম পিস্তল ও ৪০ রাউন্ড কার্তুজ।


আরও পড়ুন-চিটফান্ডকাণ্ডের তদন্তে সিবিআইয়ের নজরে এবার রাজীব ঘনিষ্ঠ এক পুলিসকর্তা


ওইসব অস্ত্র নিয়ে কী উদ্দেশ্য কোথায় যাচ্ছিল তারা? এনিয়ে তদন্ত শুরু করেছে পুলিস। সম্প্রতি দমদমের গুলি চালনার ঘটনার ওইসব লোকজনের কোনও ভূমিকা ছিল কিনা তাও খুঁজে দেখা হচ্ছে।


এদিকে, ধৃত দুষ্কৃতীরা বিধান নগর পৌর নিগমের এক প্রভাবশালী তৃণমূল নেতার অনুগামী বলে জানতে পেরেছে পুলিস। ধৃত দুষ্কৃতীরা হল মহম্মদ ফারুক, হোসেন আলি, সুজয় রাও, শেখ আজাদ, আলি মহম্মদ তালওয়ার।