নিজস্ব প্রতিবেদন:  বড়দিনের থেকে তাপমাত্রা কিছুটা বেড়েছে। আর তার সঙ্গে পাল্লা দিয়েছে বেড়েছে কুয়াশা। ফলে ঘন কুয়াশায় বিঘ্ন ঘটল ট্রেন চলাচলে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মঙ্গলবার ভোরের দিকে আবির্ভাব ঘটে ঘন কুয়াশার। ফলে হাওড়া ও শিয়ালদহ শাখায় ট্রেন চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটল। দুই শাখাতেই বেশকিছু লোকাল ও দূরপাল্লার ট্রেন চলেছে বেশ দেরিতে।


কুয়াশার কারণে ডাউন রাজধানী, ‌যোধপুর, সরাইঘাট, চম্বল এক্সপ্রেস চলেছে ৩-৬ ঘণ্টা দেরিতে। জানা ‌যাচ্ছে অমৃতসর মেল ১৩ ঘণ্টা দেরিতে কলকাতায় পৌঁছাবে। শিয়ালদহ ও হাওড়ায় বেশ কয়েকটি এক্সপ্রেস ট্রেনের সময়সুচি বদল করতে হয়েছে। ডাউন ট্রেন অস্বাভাবিক দেরিতে আসার জন্য বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে।


আরও পড়ুন-পুলওয়ামায় বড়সড় সাফল্য সেনার, এনকাউন্টারে নিকেশ জইশ জঙ্গি নুর