কলকাতা-সহ দক্ষিণবঙ্গে মুষলধারায় বৃষ্টির পূর্বাভাস
তৃণমূলের শহিদ দিবসে বৃষ্টি কোনও নতুন ঘটনা নয়। প্রায় প্রতি বছরই মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যায়, `এই বৃষ্টি আশীর্বাদের এবং দোয়ার বৃষ্টি`।
নিজস্ব প্রতিবেদন: আগামী কয়েক ঘণ্টার মধ্যে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কিছু জেলায় শুরু হবে মুষলধারায় বৃষ্টি, এমনটাই জানাচ্ছে আলিপুরের হাওয়া অফিস। এদিকে, শনিবার কলকাতার ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের শহিদ দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে লক্ষাধিক মানুষ ভিড় জমিয়েছেন শহরে। ইতিমধ্যে কোথাও কোনও ইলশেগুঁড়ি বৃষ্টি শুরু হওয়ায় সমাবেশে উপস্থিত মানুষের মাথায় অসংখ্য ছাতা দেখা যাচ্ছে। আরও পড়ুন- রেকর্ড ভিড়ের অপেক্ষায় 'একুশের ২৫'
বর্ষাকাল হওয়ায় এমনিতেই জুলাই মাসে বৃষ্টি হয়। তার উপর ফি বছর ২১ জুলাই নিয়মিত বৃষ্টি হয়। ফলে, তৃণমূলের শহিদ দিবসে বৃষ্টি কোনও নতুন ঘটনা নয়। প্রায় প্রতি বছরই মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শোনা যায়, "এই বৃষ্টি আশীর্বাদের এবং দোয়ার বৃষ্টি"। তবে বৃষ্টির জন্য বড় কোনও সমস্যা তৈরি হবে না বলেই জানিয়েছেন সভার আয়োজকরা। পরিস্থিতি মোকাবিলায় বিপুল সংখ্যক স্বচ্ছাসেবক ও নিরাপত্তাকর্মীরা রয়েছেন বলে জানানো হয়েছে। আরও পড়ুন- একুশের মঞ্চে তৃণমূলে যোগ দিতে চলেছেন চন্দন মিত্র-সহ একঝাঁক বিরোধী নেতানেত্রী