ওয়েব ডেস্ক : প্রয়াত ভারতের প্রাক্তন প্রধান বিচারপতি আলতামাস কবীর। আজ সকালে কলকাতায় নিজের বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি ২০১২-র সেপ্টেম্বর থেকে ১০১৩-র জুলাই পর্যন্ত ভারতের প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- বিকেলের ডাকে আর আসবে না চিঠি, প্রয়াত স্বর্ণযুগের সঙ্গীতশিল্পী বনশ্রী সেনগুপ্ত


১৯৭৩ সালে আইনজীবী হিসেবে যোগ দেন কবীর। প্রথমে জেলা আদালত ও কলকাতা হাইকোর্টে ওকালতি করেন তিনি। ২০০৫ সালে স্থায়ী বিচারপতি হিসেবে তাঁকে সুপ্রিম কোর্টে উন্নিত করা হয়। অবসর গ্রহণ করা পর্যন্ত সেখানেই কর্মরত ছিলেন কবীর। ২০১২ সালে তিনি ভারতের ৩৯তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন। তাঁর সময়কালে তিনি একাধিক গুরুত্বপূর্ণ রায়ের সঙ্গে যুক্ত ছিলেন। বিতর্কেও জড়িয়েছেন তিনি।


গত কয়েকদিন ধরেই তিনি অসুস্থতায় ভুগছিলেন। আজ সকালে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হয়। এরপরই মৃত্যু হয় আলতামাস কবীরের।