নিজস্ব প্রতিবেদন : ঋণপ্রদানকারী সংস্থার নাম করে প্রতারণার অভিযোগ। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে বিহার ও ঝাড়খণ্ডের বাসিন্দা দুই যুবককে। নিউটাউনের গৌরাঙ্গনগর থেকে অভিযুক্তদের গ্রেফতার করে বিধাননগর পুলিসের সাইবার ক্রাইম বিভাগ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অভিযোগ, ঋণপ্রদানকারী সংস্থার নাম করে বিভিন্ন ব্যক্তিদের থেকে কার্ডের তথ্য জেনে নিত এই চক্রটি। এরপর সেই তথ্য ব্যবহার করেই চলত প্রতারণা। ১৩ নভেম্বর দিল্লির বাসিন্দা এক ব্যক্তি ঋণপ্রদানকারী সংস্থার কাছে অভিযোগ করেন, সংস্থার নাম করে তাঁর কার্ডের তথ্য জেনে নেওয়া হয়। সেই তথ্য ব্যবহার করে একটি শপিং সাইট থেকে কেনা হয়েছে চারটি দামি মোবাইল।


আরও পড়ুন, মশারির ভিতর বিধানসভা! ডেঙ্গি ইস্যুতে পরিকল্পনা বিরোধীদের


এরপরই ঋণপ্রদানকারী সংস্থার পক্ষ থেকে বিধাননগর কমিশনারেটে অভিযোগ দায়ের করা হয়। শুরু হয় তদন্ত। ধৃত গণেশ কুমার রাওয়ানি ঝাড়খণ্ডের এবং তোলা বামদহ বিহারের বাসিন্দা বলে জানতে পেরেছে পুলিস। ধৃতদের থেকে উদ্ধার হয়েছে প্রায় আশি হাজার টাকা মূল্যের চারটি মোবাইল সেট।