Kolkata: লাইনচ্যুত মালগাড়ি, বজবজ-শিয়ালদহ শাখায় বন্ধ ট্রেন চলাচল, নাকাল যাত্রীরা
রবিবার ছুটির দিন অফিস বন্ধ থাকলেও, স্টেশনে যাত্রী সংখ্যা কম ছিল তেমনটা নয়। ফলে চরম অসুবিধার মুখে পড়েন সাধারণ মানুষ।
সন্দীপ প্রামাণিক: লাইনচ্যুত মালগাড়ি। নিউ আলিপুর স্টেশনের কাছে লাইনচ্যুত মালগাড়ি। বজবজ-শিয়ালদহ শাখায় বন্ধ ট্রেন চলাচল। নালাক যাত্রীরা।
জানা গিয়েছে, রবিবার সন্ধেয় বজবজ-শিয়ালদহ শাখায় মালগাড়িটি লাইনচ্যুত হয়। নিউ আলিপুর স্টেশনের খুব কাছে ঘটনাটি ঘটে। ফলে ওই লাইনে ট্রেন চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। প্রায় ২ ঘণ্টারও বেশি সময় ধরে বন্ধ ট্রেল চলাচল। রবিবার ছুটির দিন অফিস বন্ধ থাকলেও, স্টেশনে যাত্রী সংখ্যা কম ছিল তেমনটা নয়। ফলে চরম অসুবিধার মুখে পড়েন সাধারণ মানুষ।
পূর্ব রেলের সিপিআরও একলব্য চক্রবর্তী বলেন, "আপ লাইনে ট্রেন চলাচল করছে, ডাউন লাইনে বন্ধ রয়েছে। শেষ চারটি বগি লাইনচ্যুত হয়নি। সেগুলোকে কেটে দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।" আর কিছুক্ষণের মধ্য়ে পরিস্থিতি স্বাভাবিক হবে এবং ট্রেন চলাচল শুরু হবে বলে জানান তিনি।