নিজস্ব প্রতিবেদন: টানা ৪ ঘণ্টা পথ অবরোধের পর অবশেষে মিলল সুরাহা। অভিভাবকদের আন্দোলনের জেরে কার্যত নড়েচড়ে বসল শিক্ষা দফতর। আগামিকাল থেকেই হেয়ার স্কুলে শিক্ষকতার কাজে যোগ দিচ্ছেন ৫ জন স্থায়ী শিক্ষক। বুধবার আনুষ্ঠানিকভাবে এমনটাই ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি কার্তিক মান্না। জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল ৬টা থেকেই কাজে যোগ দেবেন তাঁরা। সব মিলিয়ে মোট ১২ জন পূর্ণ সময়ের শিক্ষক পেতে চলেছে হেয়ার স্কুল। আর তাতেই সমস্যা মিটবে বলে আশাবাদী সকলে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


উল্লেখ্য, কলেজ স্ট্রিটের এই ঐতিহ্যবাহী স্কুলে পর্যাপ্ত শিক্ষক নিয়োগের দাবিতে বুধবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে কলেজ স্ট্রিট চত্বর। এই নিয়ে এক মাসের মধ্যে দ্বিতীয় বার। শিক্ষামন্ত্রীর আশ্বাসেও সুরাহা না মেলায় ১৭ জুলাই-এর পর বুধবার ফের রাস্তা অবরোধ করেন হেয়ার স্কুলের বিক্ষুব্ধ অভিভাবকরা। অবরোধের জেরে কার্যত বন্ধ হয়ে যায় কলেজ স্ট্রিট। খবর পেয়ে লালবাজার থেকে পুলিস বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও নিজেদের দাবিতে অনড় থাকেন অভিভাবকেরা। ফলে অবরোধ চলতেই থাকে। 


অভিভাবকদের অভিযোগ ছিল, হেয়ার স্কুলে বর্তমানে ছাত্রের সংখ্যা সাড়ে পাঁচশো। অথচ শিক্ষক মাত্র ৮ জন। গত মাসে ১ জন শিক্ষক চলে গিয়েছেন। এ মাসে চলে যাবেন টিচার ইন চার্জ তনুশ্রী নাগও। তারপর শিক্ষকের সংখ্যা কমে দাঁড়াবে ৭-এ। অথচ মোট শিক্ষক-শিক্ষিকা থাকার কথা ১১ জন। তাঁদের আরও অভিযোগ, ক্লাস প্রায় হয় না বললেই চলে। আগে দু'টো পিরিয়ড হয়ে স্কুল ছুটি হয়ে যেত। এখন মেরে কেটে একটা ক্লাস হয়। 


আরও পড়ুন: অবিলম্বে শিক্ষক নিয়োগের দাবিতে হেয়ার স্কুলের সামনে অবরোধ অভিভাবকদের


তবে বুধবার শিক্ষা দফতরের আশ্বাসে আপাতত খুশি অভিভাবকরা। উঠে গিয়েছে অবস্থান, স্বাভাবিক যান চলাচলও। তাঁরা জানিয়েছেন, পর্যাপ্ত শিক্ষক নিয়োগের পাশাপাশি ছাত্রছাত্রীদের অন্যান্য সমস্যা সমাধানেরও আশ্বাস দিয়েছে স্কুল কর্তৃপক্ষ।