ওয়েব ডেস্ক: ডায়াল ১০১, তারপরেই ফোন। কিন্তু কী বললেন ফোনে? দমকল কী আসতে পারবে? সকাল থেকে রাত চব্বিশ ঘণ্টা এমন ফোনই আসছে দমকলের কন্ট্রোল রুমে।মনের আগুন নেভানোর ডাকের বিরাম নেই সেখানে। রাত যত বাড়ে তত বাড়ে ফোনের সংখ্যা...! হ্যালো দমকল, মনে আগুন লেগেছে। নেভাবেন প্লিজ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন জন্ম থেকে নায়ক, মৃত্যুর আগেই খলনায়ক, এখন


একশ এক। দমকলের হেল্প লাইন। আগুন লাগলে এই নম্বরেই ফোন করে খবর দিতে হয়। তার পরেই দমকল পৌঁছে যায় ঘটনাস্থলে। তবে এই সব ফোনের জেরে এখন গুরত্ব হারাচ্ছে সেই হেল্পলাইনই। বাচ্চা, বয়স্ক বিভিন্ন সময়ে দিনরাত আজেবাজে ফোন করছে, রসিকতা করছে। অপব্যবহার করে এটার গুরুত্বটা হারিয়ে ফেলছে। এই সব উড়ো ফোনে জেরবার দশা দমকল কর্মীদের। দমকলের হেল্প লাইনের গুরত্ব বোঝাতে নতুন করে সচেতনা প্রচারের ভাবনা চিন্তা করছে দমকল।


আরও পড়ুন  জানেন কীভাবে রবিবারই সপ্তাহের ছুটির দিন ঘোষণা হয় ভারতে?