ওয়েব ডেস্ক: সকালে গোলাপ দিয়ে শুরু। কিন্তু দুপুর গড়াতেই সেই গোলাপেই কাঁটা। মনোনয়ন জমার পর বিরোধীদের গোলাপ দিয়ে স্বাগত জানাল TMCP। তবে দুপুরেই অভিযোগ উঠল, মনোনয়নের জমা দেওয়ার কপি ছিঁড়ে দেওয়ার। টানটান উত্তেজনায় কলকাতা বিশ্ববিদ্যালয়ে দিনভর উঠে এল এমনই ছবি। কলকাতা বিশ্বদ্যালয়ে মনোনয়নপত্র  জমা দিতে এসে বিরোধীরা পেলেন গোলাপ ফুল। শুধু তাই নয়, তাদের স্বাগত জানাতে গেটের সামনে গোলাপ হাতে দাঁড়িয়ে তৃণমূল ছাত্র পরিষদ প্রতিনিধিরা। সঙ্গে বিরোধীরা স্বাগত লেখা পোস্টার। গত কয়েকবছর ধরে বিরোধীদের অভিযোগ, নির্বাচনে অংশ নেওয়া তো দূরের কথা, মনোনয়নপত্র তুলতে বাধা পাচ্ছে তারা। কলেজে কলেজে আক্রান্ত হচ্ছে তাদের সমর্থকেরা। তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে ওঠা এই অভিযোগে কার্যত ইমেজ খারাপ হয় রাজ্যের শাসকদলের। অপবাদ ঘোচাতে তাই নয়া কৌশল? TMCP নেতৃত্বের বক্তব্য অবশ্য অন্য। সকাল গড়িয়ে দুপুর। গোলাপের সুবাস কিন্তু রইলনা । এসএফআই অভিযোগ তুলল, মনোনয়ন জমা দিয়ে ফেরার সময় তাদের জমা দেওয়া কপি ছিঁড়ে দেয় তৃণমূল সমর্থকেরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন ১৮ জানুয়ারি, প্রায় একইসময়ে পথে নামছে সিপিএম ও কংগ্রেস


তবে TMCP-র  দাবি, কিছুই হয়নি। এটা বিরোধীদের দলীয় কোন্দল। রেজিস্ট্রারের বক্তব্য, ঘটনা সত্যি হলে কেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অভিযোগ করল না তারা। গোলাপ দিয়ে গান্ধীগিরির শুরু হলেও শেষটা কিন্তু হল সেই কাঁটা দিয়েই।


আরও পড়ুন  গঙ্গাসাগরে যাত্রী পরিষেবার জন্য মুখ থুবড়ে পড়েছে হুগলি নদিতে লঞ্চ চলাচল