নিজস্ব প্রতিবেদন: কলকাতা টু ক্যালিফোর্নিয়া, মাত্র কয়েক দিনের যাত্রাপথ। তারপরই ‘কুমারটুলির গণশা’ পাকাপাকিভাবে মার্কিন 'নাগরিকত্ব' নেবেন! চলতি বছরের ১৩ সেপ্টেম্বর গণেশ চতুর্থিতে ক্যালিফোর্নিয়ার সানিভ্যালের শিরদি সাই দরবারে অধিষ্ঠিত হবেন পার্বতী পুত্র।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এর আগে বহুবার দুর্গা পরিবারের ‘বিদেশ দর্শন’ হয়েছে। শিল্পভারতী থেকেই শিল্পী গোপাল পালের দুর্গা প্রতিমা পারি দিয়েছে আমেরিকা-সহ ইউরোপ, আফ্রিকায়। তবে এই প্রথম কুমারটুলি থেকে গণেশ মূর্তি যাচ্ছে আমেরিকায়।



শিল্পী প্রদ্যুত্ পাল জানাচ্ছেন, “এর আগে আমার ৩০টি প্রতিমা বাইরে গিয়েছে, তবে এই প্রথম গণেশ মূর্তি যাচ্ছে। দেড় মাসের অক্লান্ত পরিশ্রমের ফল এই প্রতিমা তৈরি হয়েছে। ঠিক কী করতে চাইছি, সেটা ক্রেতাকে বোঝাতেই সময় লেগেছে ছয় মাস”। তিনি আরও জানান, “ফেসবুক লাইভ, ইউটিউব ভিডিও-র মাধ্যমে প্রতি মুহূর্তের আপডেট দিয়েছি। সবটা দেখে খদ্দের খুশি”।