নিজস্ব প্রতিবেদন : জিডি বিড়লা কাণ্ডে এবার স্কুলের প্রন্সিপালকে জিজ্ঞাসাবাদ শুরু করল পুলিস। লালবাজারে গঠন করা হল বিশেষ তদন্তকারী দল। দলে কলকাতা পুলিসের আধিকারিকদের সঙ্গে রয়েছেন আইসিএসই বোর্ডের প্রতিনিধিরা। ঘটনার দিন ঠিক কী কী ঘটেছিল তা নিয়েই প্রিন্সিপালকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেই জানা গেছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- চক্রান্ত করছে পুলিশ, জিডি বিড়লা কাণ্ডে চাঞ্চল্যকর অভিযোগ নির্যাতিতার বাবার


 



নির্যাতিতা শিশুটির পরিবারের পক্ষ থেকে করা অভিযোগের ভিত্তিতে  মঙ্গলবার লালবাজারে তলব করা হয় জিডি বিড়লা স্কুলের প্রিন্সিপাল শর্মিলা নাথকে। মূলত, তিনটি বিষয় নিয়েই তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর।


এক, ঘটনার দিন অভিযুক্ত ২ শিক্ষক কখন স্কুলে ঢুকেছিলেন এবং কখন বেরিয়েছিলেন। তাদের কী কী কাজ ছিল সেদিন?


দুই, নিয়ম অনুসারে কোনও ছাত্রী শৌচাগারে গেলে তার বাইরে একজন করে আয়ার উপস্থিত থাকার কথা। ঘটনার দিন শিশুটি শৌচাগারে যাওয়ার সময় তাদের কেউ সেখানে উপস্থিত ছিলেন কী না?


তিন, স্কুলের উপস্থিতির খাতায় অভিযুক্ত দুই শিক্ষকের ঢোকা ও বেরনোর সময় কী রয়েছে?


আরও পড়়ুন- এম পি বিড়লা কাণ্ডে খোঁজ 'গণেশ আঙ্কলের', সিবিআই তদন্ত চাইলেন অভিভাবকরা


জিডি বিড়লার ঘটনায় স্কুল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রথম থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে। শিশুটির পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত দুই শিক্ষকের বিরুদ্ধে যেমন অভিযোগ দায়ের করা হয়েছে, তেমনই অভিযোগ দায়ের করা হয়েছে স্কুলের প্রিন্সিপালের বিরুদ্ধেও।