নিজস্ব প্রতিবেদন: ভিন রাজ্যের নার্সের এ রাজ্য ছেড়ে চলে যাওয়ার স্রোত অব্যাহত রইল। ফের রাজ্য ছাড়লেন ১৬৯ জন নার্স। খাতায়-কলমে ১৬৯ জন ভিন রাজ্যের বাসিন্দা নার্স, যারা কলকাতার বিভিন্ন বেসরকারি হাসপাতালে কর্মরত ছিলেন, তারা রাজ্য ছেড়ে চলে গেলেন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: পুরনো বিজ্ঞপ্তি প্রত্যাহার, অশোক ভট্টাচার্যের দাবি মেনেই চূড়ান্ত হল শিলিগুড়ি পুরসভার প্রশাসকমণ্ডলী


চলে যাওয়ার নার্সদের ১৫০ জন ত্রিপুরা মনিপুর এবং মিজোরামের বাসিন্দা। বাকিদের বাড়ি ওড়িশা এবং ঝাড়খন্ড। শুক্রবার দিনে রাজ্য ছেড়ে চলে গিয়েছিলেন ১৮৫ জন। এই মুহুর্তে এমনটা হওয়াই স্বাভাবিক বলছেন পিয়ারলেস হাসপাতালের কর্তা সুদীপ্ত মিত্র।


তিনি বলেন,"যে এখানে ৫০ থেকে ৬০ শতাংশ অথবা ৭০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত ভিন রাজ্যের বাসিন্দা নার্স বেসরকারি পরিষেবা ক্ষেত্রে চাকরি করেন। করোনা সংকটের সময় তাঁরা অনেককে নিজের রাজ্যে নিজের বাড়ি ফিরতে চাইছেন। আর সে ক্ষেত্রে সংশ্লিষ্ট রাজ্যগুলির বিভিন্ন হাসপাতাল তাদেরকে অফার দিচ্ছে। আর তাই প্রত্যেকেই নিজের বাড়ির কাছাকাছি ফিরতে চাইছে।