নির্মীয়মান বহুতল থেকে উদ্ধার যুবতীর দেহ, পরিচয় জানতে হন্যে পুলিস
বুধবার সকালে ওই যুবতীর দেহ উদ্ধার হয়। যুবতীর পরনে ছিল একটি টিশার্ট এবং প্যান্ট। তাঁর কাছ থেকে মোবাইল কিংবা ব্যাগ কিছুই পাওয়া যায়নি।
নিজস্ব প্রতিবেদন: দমদমের পিকে গুহ লেনে এক যুবতীর রহস্য মৃত্যু। নির্মীয়মান বহুতল থেকে উদ্ধার হয়েছে দেহ। পরিচয় জানা যায়নি।
বুধবার সকালে ওই যুবতীর দেহ উদ্ধার হয়। যুবতীর পরনে ছিল একটি টিশার্ট এবং প্যান্ট। তাঁর কাছ থেকে মোবাইল কিংবা ব্যাগ কিছুই পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দারা মনে করছেন, খুন করে ফেলে দেওয়া হয়েছে দেহটি। পুলিস এবিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু বলছে না। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরেই তদন্তের দিকনির্দেশ ঠিক হবে।