গঙ্গাসাগর পুন্যার্থীদের জন্য সুখবর! অসুস্থ হয়ে পড়লে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করছে সরকার
গঙ্গাসাগরে যেসব পুন্যার্থী আসেন তাদের বেশিরভাগই বৃদ্ধ-বৃদ্ধা।
নিজস্ব প্রতিবেদন : গঙ্গাসাগরে এবার এয়ার অ্যাম্বুলেন্স। গঙ্গাসাগরে হঠাৎ করে কেউ অসুস্থ হয়ে পড়লে তার চিকিৎসার ব্যবস্থা করতে কেটে যায় কয়েক ঘন্টা। তাই এবার বিশেষ ব্যবস্থা। যোগাযোগের সমস্যা দূর করতে এয়ার অ্যাম্বুলেন্সের (Air Ambulance)ব্যবস্থা করছে সরকার।
আরও পড়ুন - বুলবুলে ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সাহায্য দেওয়ার শুরু করল নবান্ন
গঙ্গাসাগরে যেসব পুন্যার্থী আসেন তাদের বেশিরভাগই বৃদ্ধ-বৃদ্ধা। পুন্যার্থীদের চিকিৎসার জন্য এবার গঙ্গাসাগরে এয়ার অ্যাম্বুলেন্স ও মোটর অ্যাম্বুলেন্স চালু করতে চলেছে রাজ্য সরকার। এবার গঙ্গাসাগরে ১৮ থেকে ২০ লক্ষ মানুষ আসবেন বলে অনুমান। তাদের মধ্যে সিংহভাগই বয়স্ক। তাই এই সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের।
আরও পড়ুন- স্কুল-কলেজে মেয়েদের আত্মরক্ষার পাঠ দেবে SFI, সাহসী করবে ABVP
সিদ্ধান্ত হয়েছে, গঙ্গাসাগরে পুন্যার্থীদের কথা মাথায় রেখে দুটি এয়ার অ্যাম্বুলেন্স(Air Ambulance) ভাড়া নেবে সরকার। কলকাতায় বেশ কয়েকটি সংস্থা এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া দেয়। টেন্ডার ডেকে তাদের থেকেই ভাড়া নেবে সরকার। তার জন্য বৃহস্পতিবারই টেন্ডার ডাকা হয়। জলপথে অসুস্থদের নিয়ে আসার জন্য থাকছে দশটি মোটর অ্যাম্বুলেন্সও।