বাড়ির ছাদ থেকে ল্যাম্পপোস্টে লাল পতাকা, CPM ফেরাতে ভোকাল টনিক গৌতম দেবের
২০১১ সালে ক্ষমতা হারানোর পর থেকে একের পর এক নির্বাচনে শক্তি কমেছে সিপিএমের।
নিজস্ব প্রতিবেদন: দীর্ঘদিন বাদে সক্রিয় ভূমিকায় গৌতম দেব। বাড়িতে বসেই সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের কর্মী-সমর্থকদের দিলেন ভোকাল টনিক। তাঁর পরামর্শ, সমস্ত বাড়ির ছাদ থেকে ল্যাম্প পোস্ট ভরিয়ে দিন লাল পতাকায়। বাম সরকারের সাফল্য বারবার প্রচার করতে হবে। গুরুত্ব দিতে হবে এলাকায় সৎ শিক্ষক, দোকানদারকে। তাঁদের নিতে হবে বুথ কমিটিতে। প্রসঙ্গত, অসুস্থতার কারণে কয়েকবছর ধরেই কার্যত গৃহবন্দি একসময়ের ডাকাবুকো এই সিপিএম নেতা। সে কথা স্মরণ করিয়ে এদিন বলেন,''শারীরিক সমস্যা আমার আছে। আমার এই অসুখটা সারে না।''
তিনি সক্রিয় থাকলে ছাত্র যুবরা আরও উজ্জীবিত হত। আক্ষেপটা ছোট বড় বহু কর্মসূচিতেই কান পাতলে শোনা যায়। সারদা ইস্যুতে একের পর এক সাংবাদিক সম্মেলন করে নিয়মিত ঝড় তুলতেন তিনি। তারপর স্নায়ুর রোগে প্রায় গৃহবন্দী। মাঝেমধ্যে সংবাদমাধ্যমে বক্তব্য রাখলেও শরীরটা দিচ্ছিল না সেভাবে। বিধানসভা ভোটের বিউগল বেজে গিয়েছে। দলের কঠিন লড়াইয়ের সময় অসুস্থ শরীরেই সামনে এলেন গৌতম দেব। তবে সোশ্যাল সাইটে। বহুদিন বাদে দলের কর্মীদের উজ্জীবিত করলেন গৌতম দেব। বলেন, বুথ কমিটি মানেই সিপিএম নয়। এলাকার পরিচিত শিক্ষক, সত্ দোকানদারকেও কমিটি নিতে হবে। প্রচার করতে হবে বামফ্রন্ট সরকারের সাফল্য । বাড়ির ছাদ থেকে ল্যাম্প পোস্ট ভরিয়ে দিতে হবে লাল পতাকায়। রাজনৈতিক পরিচয় না দেখে মানুষের পাশে দাঁড়াতে হবে।
২০১১ সালে ক্ষমতা হারানোর পর থেকে একের পর এক নির্বাচনে শক্তি কমেছে সিপিএমের। লোকসভা ভোটে বিরোধী দলের পরিসরটুকুও নিয়ে চলে গিয়েছে বিজেপি। রাজ্যে খাতায় কলমে এখন তারাই শাসক দলের বিরোধী শক্তি। এমন কোণঠাসা পরিস্থিতিতে গৌতম দেব বলেন,''বুকের পাটা নিয়ে সিপিএমটা করতে হবে।''
হাওড়ায় এদিন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে খোঁচা দেন বিমান বসু। তাঁর কটাক্ষ, চিকিৎসার জন্য রোগীকে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে লাট্টুর মতো ঘুরতে হচ্ছে রোগীকে।
আরও পড়ুন- BJP ছাড়লে এজেন্সি! TMC-র দরজা বন্ধ করলেন PK, শাঁখের করাতে শোভন