জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রাজ্যপালের বিরুদ্ধে আগেও একই অভিযোগ অন্য এক মহিলার? গতকাল রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনেন এক কর্মী। এর আগে এক নৃত্য শিল্পীও একই অভিযোগ এনেছিলেন, দাবি ওই মহিলাকর্মীর। সেই সময় কলকাতা পুলিসকে চিঠি দিয়ে ওই অভিযোগ করেছিলেন ওই শিল্পী। ওই মহিলা একাধিকবার পিস রুমে ফোন করে তাঁর সঙ্গে কী করেছেন জানান। রাজভবনের অফিসার অভিযোগে এন্টারটেন না করার নির্দেশ দেন বলে অভিযোগ। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, Governor C V Anand Bose Controversy: 'আমাকে কলঙ্কিত করে কেউ যদি ভোটের সময়....', বিবৃতি রাজ্যপালের


রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে সরব। এরপরই অপপ্রচারের অভিযোগে রাজভবনে প্রবেশে নিষেধাজ্ঞা মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের। তদন্তের অজুহাতে পুলিসও ঢুকতে পারবে না রাজভবনে। স্পষ্ট বার্তা রাজ্যপালের। রাজভবনে যাবেন কীনা তা ভেবে দেখা উচিত। পাল্টা শশীর। এদিকে শ্লীলতাহানির অভিযোগ সামনে আসতেই রাজ্যপালকে নিশানা তৃণমূলের। পাল্টা বিবৃতি জারি রাজ্যপালের। সত্যের জয় হবেই। মাথা নত নয়। ভোটে  ফায়দা লুঠের চেষ্টা। প্রতিক্রিয়া সি ভি আনন্দ বোসের। 



এরপরই এক্স হ্যান্ডেলে সত্যই জয়লাভ করবে। বানানো বিষয়ের সামনে কখনওই মাথা নত করবেন না। কলঙ্কিত করে ভোটের সময় রাজনৈতিক ফায়দা লুঠতে চাইছেন অনেকে। ভগবান তাদের মঙ্গল করুন। বিবৃতি জারি রাজ্যপালের। ঘটনাটি ঠিক কী? মোদীর সফরকে কেন্দ্র করে রাজভবনে এখন তৎপরতা তুঙ্গে। তার মধ্যেই রাজভবনের ওসির ঘরে হাজির এক মহিলা। রাজভবনের ওসির কাছে খোদ রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ জানিয়েছেন তিনি। এরপর ওই মহিলাকে নিয়ে যাওয়া হয় হেয়ার স্ট্রিট থানায়। থনায় ওই মহিলা লিখিত অভিযোগ দায়ের করেন বলে খবর। 



আরও পড়ুন, Governor C V Anand Bose Controversy: 'আমাকে কলঙ্কিত করে কেউ যদি ভোটের সময়....', বিবৃতি রাজ্যপালের


(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)