ওয়েব ডেস্ক: রাজ্যপাট আর নেই। তবে রাজ-রীতি মেনে আজও শোভাবাজার রাজবাড়ির দুর্গাপুজোয় খাঁটি বনেদিয়ানা অটুট। রীতিনীতি, আচার-অনুষ্ঠান সবই এক রকম রয়েছে। পুজোর ঐতিহ্য মেনে আজও সাবেকি একচালার দেবীমূর্তি করা হয়। ঐতিহ্যবাহী এই পুজোর সাক্ষী হতে আজ সন্ধেয় রাজ্যপাল আসবেন শোভাবাজার রাজবাড়িতে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রূপোলি ডাকের সাজে সাজানো হয় দেবী দুর্গাকে। সঙ্গে থাকে পৌরাণিক ঘোটক আকৃতির সিংহ। ষষ্ঠী তিথিতে বোধন দিয়ে শুরু দেবীবন্দনা।  ষষ্ঠীপুজোর পর কল্পারম্ভ।  সূর্যাস্তের পর অধিবাস, আমন্ত্রণের পালা। নবমী পর্যন্ত প্রতিদিন চণ্ডীর আরতি হয়।


সপ্তমী, অষ্ঠমী, নবমী এই তিন দিনে সাত দফায় বলি দেওয়া হয়। একসময় পশুবলি প্রথা চালু থাকলেও পরে তা বন্ধ হয়ে যায়। এখন প্রথা হিসেবে চালকুমড়ো, আখ, মাগুরমাছ এই সব বলি দেওয়া হয়। আগে দশমীতে নীলকণ্ঠ পাখি ওড়ানো হত। এখন অবশ্য তা আর হয় না। তবে কনকাঞ্জলি প্রথা আজও পালিত হয়।


আরও পড়ুন- বোধন ইতি, আজ অধিবাস, আনন্দময়ীর আগমনে প্যান্ডেলে প্যান্ডেলে জন জোয়ার