নিজস্ব প্রতিবেদন : রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে ৫ দফা নির্দেশ দিলেন রাজ্যপাল। পুরভোট (Municipal Election) নিয়ে রাজ্য নির্বাচন কমিশনারকে (State Election Commissioner) ডেকে পাঠিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। এদিন রাজ্যপালের সঙ্গে দেখা করতে রাজভবনে যান রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস। তাঁর সঙ্গে ছিলেন কমিশন সচিব নীলাঞ্জন শাণ্ডিল্য। পুরভোট নিয়ে দুপক্ষের মধ্যে বৈঠক হয় রাজভবনে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সূত্রের খবর, বৈঠকে সৌরভ দাসকে পুরভোট নিয়ে ৫ দফা নির্দেশ দিয়েছেন ধনখড়। কী কী নির্দেশ?


১) ফ্রি এন্ড ফেয়ার নির্বাচন করুন।


২) পঞ্চায়েতের পুনরাবৃত্তি যেন না হয়।


৩) কোনও হিংসা বরদাস্ত নয়।


৪) ভোটের দিন রাজ্য সরকারের সঙ্গে আলোচনা করে স্থির করুন, অসুবিধে নেই। তবে তার আগে বিরোধীদের সঙ্গে আলোচনা করতে হবে। তাদের মতামত গুরুত্বপূর্ণ।


৫) সংবিধানের আইন অমান্য যেন না করা হয়।


আরও পড়ুন, দিঘায় হোটেল লিজ নিতে যাওয়ার পথে খুন, মেচেদায় ট্রলি ব্যাগে উদ্ধার দেহ বউবাজারের হাসান আলির


আরও পড়ুন, হিংসা বিধ্বস্ত দিল্লিতে ৩ দিন না খেয়ে! নওদার ১১ জনকে উদ্ধার করে ট্রেন ধরালেন অধীর


প্রসঙ্গত, ১২ এপ্রিল কলকাতা ও হাওড়া পুরসভায় ভোট করতে চায় রাজ্য সরকার। বাকি পুরসভাগুলির ক্ষেত্রে সরকার ২৬ বা ২৭ এপ্রিল ভোট করতে চায়। এখন রাজ্য সরকার প্রস্তাবিত ১২ এপ্রিল ভোটের দিনটি নিয়ে বাধ সেধেছে বিজেপি। ১২ এপ্রিল ভোট হলে, প্রচারের জন্য কোনও সময় পাওয়া যাবে না বলে আপত্তি জানিয়েছে গেরুয়া শিবির। নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়ে ২৪ এপ্রিল ভোট করার দাবি জানিয়েছে তারা।