Jagdeep Dhankar: মুখ্যসচিব, DG-র সঙ্গে বৈঠক; `আইনের শাসন ফেরানো অত্যন্ত জরুরি`, টুইট রাজ্যপালের
আলোচনায় বসতে চেয়ে চিঠি মুখ্যমন্ত্রীকেও।
নিজস্ব প্রতিবেদন: 'রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা হয়েছে। রাজ্যে আইনের শাসন ফেরানো অত্যন্ত জরুরি'। রাজভবনে মুখ্যসচিব ও রাজ্য পুলিসের DG-র সঙ্গে বৈঠকের পর টুইট করলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Governor Jagdeep Dhankhar)।
একে এক ধর্ষণকাণ্ডে তোলপাড় চলছে রাজ্যে। হাঁসখালিকাণ্ডে যখন CBI তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট, তখন মাটিয়া- ইংরেজবাজার-দেগঙ্গা ও বাঁশদ্রোণীতে ধর্ষণের ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে দময়ন্তী সেনকে। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাজ্যপাল জগদীপ ধনখড়। এদিন মুখ্যসচিব ও রাজ্য পুলিসের DG-কে তলব করেছিলেন তিনি। নির্দিষ্ট সময়ে রাজভবনে যান দু'জনেই। তাঁদের সঙ্গে প্রায় ঘণ্টা দেড়েক বৈঠক হয় রাজ্যপালের।
স্রেফ প্রশাসন ও পুলিসের ২ শীর্ষ আধিকারিক নন, রাজ্যের আইনশৃঙ্ঘলা পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গেও বৈঠকে বসতে চান রাজ্যপাল। এদিন টুইট করেছেন, 'আপনি নিশ্চয় স্বীকার করবেন, আদালতের কাজে ও সাধারণ মানুষকে ন্যায় বিচার পাওয়ার ক্ষেত্রে বাধাদান গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। এই অবস্থায় আমাদের কথা হওয়া প্রয়োজন'। এমনকী, চিঠিও পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী।