নিজস্ব প্রতিবেদন: দিল্লিতে যাচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তাঁর বৈঠক করার কথা। ২৯ অক্টোবর, বৃহস্পতিবার ওই দিল্লিতে ওই বৈঠক। নভেম্বর মাস পাহাড়ে কাটাবেন রাজ্যপাল। তার আগে ওই বৈঠক ঘিরে তৈরি হয়েছে জল্পনা।      


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জগদীপ ধনখড়ের টুইটার অ্যাকাউন্টে জানানো হয়েছে,''দিল্লি সফরে যাচ্ছেন রাজ্যপাল। ২৮ অক্টোবর বিকেলে দিল্লির উদ্দেশে রওনা দেবেন। ২৯ অক্টোবর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তাঁর বৈঠক।''



বাংলায় রাজ্যপাল-রাজ্য সংঘাত লেগেই রয়েছে। কখনও রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে টুইট করেছেন, কখনও আবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন জগদীপ ধনখড়। রাজ্যপালের বিরুদ্ধে কেন্দ্রের কাছে 'অতিসক্রিয়তা'র নালিশ করেছে রাজ্য সরকার। রাজনৈতিকভাবেও ধনখড়ের মোকাবিলা করেছে তৃণমূল। রাজ্যপালকে আরএসএস-বিজেপির লোক বলে কটাক্ষ করেছেন নেতানেত্রীরা। এহেন পরিস্থিতিতে বাংলার রাজ্যপালের সঙ্গে অমিত শাহের বৈঠক বেশ তাৎপর্যপূর্ণ। গোটা নভেম্বর মাসটাই পাহাড়ে থাকার সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যপাল। এনডিএ ছেড়ে বিমল গুরুং তৃণমূলকে সমর্থন দেওয়ায় দার্জিলিঙের রাজনৈতিক সমীকরণ ঘেঁটে ঘ। ঠিক তখনই রাজ্যপালের পাহাড় সফরের ঠিক আগে শাহ-ধনখড় বৈঠক তাই আলাদা মাত্রা পাচ্ছে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, এক মাস পাহাড়ে রাজ্যপাল শুধুই ছুটি কাটাবেন? নাকি শাহের নির্দেশ নিয়েই পাহাড়ে উঠবেন?


পুজোর আগে রাজ্যে আসার কথা ছিল অমিত শাহের। তবে তাঁর জায়গায় এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। নভেম্বরে রাজ্যে আসতে পারেন শাহ। বসবেন রাজ্যের বিজেপি নেতাদের সঙ্গে।


আরও পড়ুুন- পুলিসি হেফাজতে মৃত কর্মীর দেহ ফের ময়না তদন্তের দাবি, গান্ধী মূর্তির সামনে বিক্ষোভে বিজেপি