রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে ফের সরব রাজ্যপাল, সোমবার মুখ্যসচিবকে তলব করলেন Dhankhar
সোমবার রাজভবনে তলব মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে।
নিজস্ব প্রতিবেদন: রাজ্যের ভোট পরবর্তী হিংসা ও রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ফের সরব রাজ্যপাল। সোমবার রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে তলব করলেন জগদীপ ধনখড়। ভোট পরবর্তী হিংসা রুখতে কী কী পদক্ষেপ নিয়েছে সরকার, সেই তথ্য চেয়ে পাঠালেন তিনি।
এদিন টুইটারে রাজ্যের ভোট পরবর্তী হিংসার ঘটনা নিয়ে সরব হন রাজ্যপাল জগদীপ ধনখড়। ভোট মিটলেও দিকে দিকে সাধারণ মানুষ আক্রান্ত বলে অভিযোগ করেন তিনি। সেই হামলার ঘটনা রুখতে কী ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার। সমস্ত তথ্য নিয়ে সোমবার মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে রাজভবনে তলব করেন জগদীপ ধনখড়। এই ঘটনায় রাজ্যপালকে ‘মানসিক অবসাদগ্রস্থ’বলে আক্রমণ করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।
আরও পড়ুন: West Bengal-য়ে এই প্রথম! এবার Police-ই হয়ে উঠবে ফরেন্সিক এক্সপার্ট
আরও পড়ুন: শুভেন্দু ঘনিষ্ঠ রাখালকে পুলিসি জেরা, অপর অভিযুক্ত চঞ্চলের খোঁজে তদন্তকারীরা
তবে এই প্রথম নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শপথগ্রহণের পর থেকেই রাজ্যের ভোট পরবর্তী হিংসার ঘটনা নিয়ে সরব রাজ্যপাল। কখনও টুইটারে, কখনও প্রকাশ্যে রাজ্য সরকারের সমালোচনা করেছেন তিনি। এমনকি হিংসার অভিযোগ পেয়ে সশরীরে সোজা পৌঁছে গিয়েছেন উত্তরবঙ্গে।
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)