নিজস্ব প্রতিবেদন:  “রাজ্যের শান্তি ফিরুক।” হাসপাতালে আক্রান্ত বিজেপি সাংসদ অর্জুন সিংকে দেখে বেরিয়ে বললেন রাজ্যপাল জগদীপ ধনকর। তিনি বলেন, “রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকা প্রয়োজন। রাজ্যে যা ঘটছে, তা অত্যন্ত উদ্বেগজনক। সাংসদের ওপর এধরনের হামলা নিন্দনীয়। সংশ্লিষ্ট আধিকারিকের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করব।” স্বরাষ্ট্রমন্ত্রকে বিষয়টি জানাবেন বলে জানান রাজ্যপাল। তবে শুধু সাংসদের ওপর হামলা নয়, যেভাবে রাজ্যে বিভিন্ন সময়ে সাংবাদিক, শিক্ষকরাও হামলার মুখে পড়ছেন, এদিন তার তীব্র নিন্দা করেন তিনি। রাজ্যপাল বলেন, “রাজ্যের উচিত উন্নয়নের দিকে নজর রাখা। কিন্তু রাজ্যে ক্রমেই আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে।” এদিন রাজ্যপালের এই মন্তব্য যথেষ্ট তাত্পর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



সোমবার কলকাতার বেসরকারি হাসপাতালে আক্রান্ত সাংসদ অর্জুন সিংকে দেখতে যান রাজ্যপাল। সফরসূচি কাঁটছাট করে কলকাতা ফিরে সাংসদকে দেখতে যান তিনি। অর্জুনের শারীরিক অবস্থার খবর নেন। অর্জুন সিংয়ের পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন রাজ্যপাল। বেসরকারি হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তের রাজ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি।


বাঁশ, বন্দুকের বাটে মাথা ফাটল বিজেপি কর্মীদের, আহত টিটাগড়ের IC, রণক্ষেত্র বারাকপুরে মোতায়েন RAF


প্রসঙ্গত, রবিবার বিজেপি দলীয় কার্যালয় দখল ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় জগদ্দল। বিজেপি তৃণমূল কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত হন বিজেপি সাংসদ অর্জুন সিংও। ইটের আঘাতে মাথা ফাটে তাঁর। তারই প্রতিবাদে সোমবার ১২ ঘণ্টা বনধের ডাক দিয়েছে বিজেপি।


সোমবার তা ঘিরেই দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছে বারাকপুর শিল্পাঞ্চল। বিজেপি-তৃণমূল সংঘর্ষে ইতিমধ্যেই আহত হয়েছেন বেশ কয়েকজন বিজেপি কর্মী। নোনাচন্দনপুকুরের সংঘর্ষে আহত হয়েছেন টিটাগড়ের আইসি। বারাকপুরের বিভিন্ন এলাকায় মোতায়েন RAF।