কলকাতা: সারদাকাণ্ডে রাজ্য সরকার যখন সিবিআই তদন্তের বিরুদ্ধে সরব, ঠিক তখনই সিবিআইয়ের পক্ষে মুখ খুললেন রাজ্যপাল। সৃঞ্জয় বসুকে গ্রেফতার-প্রসঙ্গে আজ রাজ্যপাল কেশরিনাথ ত্রিপাঠী বলেন, "যথেষ্ট কারণ আছে বলেই তাকে গ্রেফতার করা হয়েছে। '


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গতকালই সারদাকণ্ডে যোগ থাকার অভিযোগে তৃণমূল সাংসদ সৃঞ্জয় বসুকে গ্রেফতার করেছে সিবিআই। তারপর রাজ্যপালের সিবিআই তদন্তের পক্ষে সওয়াল করা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।


আজই আলিপুর আদালতে পেশ করা হবে ধৃত সাংসদ সৃঞ্জয় বসুকে।