এসএসকেএম হাসপাতালে তুমুল অশান্তি, চলল রাতভোর ঘেরাও
স্বাস্থ্য দফতরকে ঢেলে সাজানোর মুখ্মন্ত্রীর ঘোষনার পর ২৪ ঘণ্টাও কাটল না। এরই মধ্যে ফের একবার অশান্ত হয়ে উঠল SSKM হালপাতাল। দুর্ঘটনায় আহত উত্তর ২৪ পরগনার এক বালকের চিকিত্সায় দেরির অভিযোগ এনে SSKM-এর এমার্জেন্সিতে কর্তব্যরত এক ইন্টার্নকে মারধর করল একদল যুবক।
ওয়েব ডেস্ক: স্বাস্থ্য দফতরকে ঢেলে সাজানোর মুখ্মন্ত্রীর ঘোষনার পর ২৪ ঘণ্টাও কাটল না। এরই মধ্যে ফের একবার অশান্ত হয়ে উঠল SSKM হালপাতাল। দুর্ঘটনায় আহত উত্তর ২৪ পরগনার এক বালকের চিকিত্সায় দেরির অভিযোগ এনে SSKM-এর এমার্জেন্সিতে কর্তব্যরত এক ইন্টার্নকে মারধর করল একদল যুবক।
অভিষেক সিংকে মারার জেরে রাত ৯টা থেকে দফায় দফায় রাতভর বিক্ষোভ ঘেরাও আন্দোলনে উত্তপ্ত রাজ্যের প্রধান সুপার স্পেশালিটি হাসপাতাল। বারবার রোগীর পরিজনদের হাতে আক্রান্ত হবার অভিযোগ এনে ইমার্জেন্সির সামনে রাতভোর বিক্ষোভে সরব হলেন শতাধিক জুনিয়ার ডাক্তার। চিকিত্সা না পেয়ে ফিরতে হল রোগীদের।
আরও পড়ুন- মেডিক্যালে 'ইঁদুর-রাজ', খারাপ হয়ে পড়ে অত্যাধুনিক মেশিন, হচ্ছে না বায়োপ্সি
খবর পেয়ে ঘঠনাস্থলে আসেন সাংসদ ইগ্রিস আলি। অভিযোগ করেন রোগীর পরিবারের ৪ সদস্যকে আটকে রেখেছেন জুনিয়ার ডাক্তাররা। হাসপাতালে আসেন সুপারও। মোতায়েন করা হয় বিশাল পুলিসবাহিনী। আন্দোলনকারী ডাক্তারদের কাছে ক্ষমাও চান সাংসদ ইদ্রিস আলি। ডাক্তারদের বক্তব্য নিরাপত্তা সুনিশ্চিত না করতে পারলে কাল সকালেও চলবে ঘেরাও, অবস্থান। সেইরকম হলে বৃহস্পতিবার সকাল থেকে আবারও উত্তপ্ত হতে পারে SSKM হাসপাতাল চত্ত্বর।