Kolkata: কলকাতায় গ্রিন পুলিসের দাদাগিরি, যুবকের বুকের উপরে বুট দিয়ে ঠেসে ধরে অত্যাচার
রবিবার সন্ধেয় ওই ঘটনা ঘটেছে। হাওড়াগামী একটি বাসে চোর সন্দেহে এক যুবককে ধরা হয়। অভিযোগ, এক বাসযাত্রীর ব্যাগ ও মেবাইল ছিনতাই করে পালাচ্ছিল ওই যুবক
নিজস্ব প্রতিবেদন: খোদ কলকাতায় গ্রিন পুলিসের দাদাগিরি। ছিনতাইকারী যুবককে মাটিতে ফেলে বুট পরা পা তুলে দিলেন তার বুকে। এমনই একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে সোশ্য়াল মিডিয়ায়। যদিও ওই ভিডিয়োটির সত্য়াতা যাচাই করেনি জি ২৪ ঘণ্টা। এনিয়ে ক্ষুব্ধ লালবাজার। গোটা ঘটনা মনে করাল মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় একইভাবে শ্বেতাঙ্গ পুলিসের অত্যাচারে নিহত কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডকে।
আরও পড়ুন-Tathagata Roy: ফের টুইটবোমা তথাগতর, অর্থ-নারীচক্র যোগের গুরুতর অভিযোগ
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এক্সাইড মোড়ের ওই ঘটনা। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে বছর কুড়ির এক শীর্ণকায় এক যুবকে বুকের উপরে পা তুলে বুট দিয়ে ঠেসে ধরেছে এক গ্রিন পুলিস। মাটিতে পড়ে থাকা ওই যুবক নিজেকে ছাড়ানোর চেষ্টা করছেন। তার বুকে, পিঠে লাথি মারতে দেখা গিয়েছে ওই গ্রিন পুলিসকে।
উল্লেখ্য, এর আগেও পুলিসের বিরুদ্ধে সাধারণ মানুষকে নিগ্রহের অভিযোগ উঠেছে। কিন্তু এবার যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে তা অতীতে দেখা গিয়েছে বলে মনে করতে পারেছেন না সমাজকর্মী থেকে মানবাধিকার কর্মীরা।
রবিবার সন্ধেয় ওই ঘটনা ঘটেছে। হাওড়াগামী একটি বাসে চোর সন্দেহে এক যুবককে ধরা হয়। অভিযোগ, এক বাসযাত্রীর ব্যাগ ও মেবাইল ছিনতাই করে পালাচ্ছিল ওই যুবক। এক্সাইড মোড় যাত্রীদের চিত্কার শুনে বাসের কাছে ছুটে আসে এক গ্রিন পুলিস। চোর সন্দেহে ওই যুবককে আটক করে।
আরও পড়ুন- Chhattishgarh: ছত্তীসগঢ়ে সহকর্মীর গুলিতে নিহত ৩ CRPF, আহত বেশ কয়েকজন
যুবককে আটকের পর তাকে মাটিতে ফেলে একের পর এক লাথি মারা হয়ে। এমনটাই দেখা গিয়েছে ওই ভিডিয়োটিতে। ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই মন্তব্যের বন্যা বয়ে যায়। পুলিস সূত্রে খবর, ওই গ্রিন পুলিস সাউথ ট্রাফিক গার্ডে কর্মরত। এনিয়ে নড়েচড়ে বসেছে লালবাজার। ওসি সাউথ ট্রাফিক গার্ড ও সেক্টর অফিসারকে তলব করা হয়েছে। খোদ পুলিস কমিশনার গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন। এক্সাইড মোড়ের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)