নিজস্ব প্রতিবেদন: হাঁসখালি গণধর্ষণ কাণ্ডে (Hanskhali Rape Case) কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) নির্যাতিতার বাবা-মা। পরিবারের দাবি, ঘটনার পর অভিযোগ না নিয়ে তাঁদের ফিরিয়ে দিয়েছিল পুলিস। হাঁসখালি খানার আইসি এবং সেকেন্ড অফিসারকে দায়ী করেছেন তাঁরা। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলাটি ওঠে। হাঁসখালি থানার আইসি এবং সেকেন্ড অফিসারের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের দাবি নির্যাতিতার পরিবারের। অভিযোগকারীদের লিখিত ভাবে বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এদিন হাইকোর্টে আইনজীবী ফিরোজ এদুলজি বলেন, "রাজ্য ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দিয়েছে। আমি ১ কোটি টাকা ক্ষতিপূরনের আবেদন জানাচ্ছি। ২০১৫ সালের সুপ্রিম কোর্টে নির্দেশে বলছে, আদালত ক্ষতিপূরণ নির্ধারণ করতে পারে।"


সবপক্ষের বক্তব্য শুনে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ, নদিয়ার লিগ্যাল সার্ভিস অথরিটি অন্তর্বর্তীকালীন ক্ষতিপূরণের বিষয়টি বিবেচনা করবে। ২৮ জুন এই আবেদনের পরবর্তী শুনানি।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)