অর্ণবাংশু নিয়োগী: একই রাজ্যে ভিন্ন ভিন্ন চিকিৎসার খরচ! কেন? প্রশ্ন তুলে মামলা দায়ের কলকাতা হাইকোর্টে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ইনডোর বা আউটডোর চিকিৎসায় কী খরচ হবে? তার বিস্তারিত তালিকা তৈরির কাজ শেষের পথে। জেলাগুলির সঙ্গে বৈঠক করে চিকিৎসা সংক্রান্ত এই তালিকা তৈরির কাজ করছে স্বাস্থ্য কমিশন। এখন অপেক্ষা রাজ্য সকারের অনুমতির। চলতি মাসেই তালিকা সম্পূর্ণ করে পাঠানো হবে রাজ্য সরকারের কাছে। হাইকোর্টে এমনটাই জানাল স্বাস্থ্য কমিশন।


অভিযোগ, রাজ্যের মানুষ চিকিৎসা করাতে গিয়ে সর্বস্বান্ত হচ্ছেন। একই চিকিৎসা। কিন্তু রাজ্যে এক-এক জায়গায় জায়গায় খরচ আলাদা আলাদা। নেই কোনও চার্ট। কেন? এই প্রশ্ন তুলেই হাইকোর্টে দায়ের হয় জনস্বার্থ মামলা। সেই মামলার পরিপ্রেক্ষিতেই স্বাস্থ্য কমিশন হাইকোর্টে জানাল তালিকা তৈরির কথা। 


তবে এর পাশাপাশি মামলাকারীর আইনজীবী শ্রীকান্ত দত্ত আরও একটি বিষয় বলেন। তিনি বলেন, "এটা ছাড়াও আরেকটি বিষয় আছে। সেটা হচ্ছে নজরদারি। চার্ট তৈরি করে ছেড়ে দিলে হবে না। এই মর্মে কী করা উচিত, সেটাও আদালতকে জানিয়েছি।"


আরও পড়ুন, West Bengal Assembly Recruitment: কোথা থেকে পাস, কী সার্টিফিকেট, বিধানসভায় নিয়োগ নিয়ে আরটিআই বিজেপির


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)