ওয়েব ডেস্ক : রাজ্যের শিক্ষকদের জন্য সুরাহা দিল কলকাতা হাইকোর্ট। বাড়তি গরমের ছুটিতে গরহাজির থাকলে, তা অনুপস্থিত বলে ধরা যাবে না। জানিয়ে দিল আদালত। গত বছর প্রচণ্ড গরমের কারণে, স্কুলে বাড়তি ছুটি ঘোষণা করে রাজ্য সরকার। ৮ জুন থেকে ১৩ জুন পর্যন্ত ওই ছুটি ছিল।  ওই পাঁচদিন বহু শিক্ষক স্কুলে আসেননি। এর ফলে কয়েকটি স্কুল শিক্ষকদের অনুপস্থিত হিসেবে গণ্য করে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

স্কুলের সিদ্ধান্তের প্রতিবাদে ২২ জন শিক্ষিকা হাইকোর্টে মামলা করেন। সেই মামলায় স্কুলের সিদ্ধান্ত বাতিল করে দেয় আদালত। বিচারপতি দেবাংশু বসাকের মতে, নির্দেশিকা অনুযায়ী ওই দিনগুলো ছুটি হিসেবে ধরতে হবে। শুধু আবেদনকারীদের স্কুলেই নয়। হাইকোর্টের নির্দেশ কার্যকর হবে রাজ্যের সব স্কুলেই।


আরও পড়ুন, 'বাবা-মায়ের কেনা বা তৈরি করা বাড়িতে ছেলের কোনও আইনি অধিকার নেই!'